আইপিএলের চ্য়াম্পিয়ন টিম গুজরাট টাইটান্সের বোলার সাই কিশোর সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে একেবারে আগুনে পারফরম্যান্স করলেন। যার জেরে মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কম রানের পুঁজি নিয়েও ১২ রানে জয় ছিনিয়ে নিল তামিলনাড়ু। তাদের দেওয়া ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেম🍃ে মাত্র ১২৬ রানে গুটিয়ে গেল ঝাড়খণ্ড।
টস জিতে প্রথম ব্যাট করতে নেমে বেকায়দায় প𒊎ড়ে যায় তামিলনাডু। ঝাড়খণ্ড বোলারদের দাপটে তামিলনাড়ুর ব্যাটিং অর্ডার কাঁপতে থাকে। দলের ১০ রানে পড়ে প্রথম উইকেট। ২৩ রানের মাথায় পর🥀পর ২ উইকেট পড়ে। ৫০ রানের আগেই পড়ে যায় ৪ উইকেট। একমাত্র দলের অধিনায়ক সাই সুদর্শন ৩৮ বলে ৪৭ রান করেন। এ ছাড়া সঞ্জয় যাদব এবং ওয়াশিংটন সুন্দর যথাক্রমে ২১ এবং ২২ রান করেন।
আরও ꦍপড়ুন: SMAT 2022-এ নিজের গড়া নজিরই কেরালা ম্যাচে ১১৪ করে🎀 ভাঙলেন রুতু,জেতালেন মহারাষ্ট্রকে
এ ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছান দলের ওপেনার জি অজিতেশ এবং নারায়ণ জগদীসন। তাঁদের সংগ্রহ নিতান্তই স্বল্প। অজিতেশ করেন ১৮ রান। জগ⭕দীসন করেন ১০ রান। বাকিরꦉা কেউ আর দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। স্বাভাবিক ভাবেই মোট রানও হয়েছে সামান্য। পুরো ২০ ওভার খেললেও, ১৩৮ রানে অলআউট হয়ে যায় তামিলনাড়ু।
ঝাড়খণ্ডের শাহবাজ নাদিম দুরন্ত বোলিং করেন। ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। এ ছাড়া বিকাশ সিং নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট নিয়েছ🐎েন রাহুল শুক্লা এবং ১ উ𒊎ইকেট নিয়েছেন বাল কৃষ্ণ।
আরও পড়ুন: সুদীপ ঝড়,বোলারদের দাপট, টিমগেম খেলে সিকিমকে😼 বড় ব্যবধানে হারাল 🅘বাংলা
তবে ব্যাট করতে না🦩মলে ঝাড়খণ্ডে প্রথম তিন ব্যাটার ছাড়া বাকিরা ১০ রানের গণ্ডিই টপকাননি। চার জন তো শূন্যতে সাজঘরে ফিরেছেন। ওপেন করতে নেমে ইশান কিষাণ ১৮ বলে ২৪ করে আউট হন। আর এক ওপেনার পঙ্কজ কুমার করেন ৩৫ বলে ৩৩ রান। অধিনায়ক বিরাট সিং করেন সর্বোচ্চ স্কোর। তবে তাঁর হাফসেঞ্চুরিও দলের হার বাঁচাতে পারেনি। ৩৮ বলে ৫২ করে তিনি অপরাজিত থাকলেও, তাঁকে কেউ সঙ্গত করতে পারেননি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ঝাড়খণ্ড ১২৬ রান করে। ১২ রানে ম্যাচট♒ি তারা হেরে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।