নিউজিল্যান্ডের ঘরোয়া টি-২০ লিগ সুপার স্ম্যাশে অল্পের জন্য ইতিহাস গড়া হল না উইল ইয়ংয়ের। অকল্যান্ডের বিরুদ্ধে সেন্ট্রাল ডিস্ট্রিক্টেসের হয়ে ব্যাট করতে নেমে ব্যাট হাত🃏ে রীতিমতো তাণ্ডব চালান ৩০ বছর বয়সি টপ অর্ডার ব্যাটসম্যান। তবে ম্যাচের এক ওভারে ৬টি ছক্কা মারার সুযোগ ছিল তাঁর সামনে। চেষ্টাও করেছিলেন। তবে অল্পের জন্য ৬ বলে ছয় ছক্কার রূপকথা লেখা সম্ভব হয়নি তাঁর পক্ষে।
বড় রানের টার্গেট সামনে নিয়ে পালটা ব্যাট করতে নামা সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে ব্যাট হাতে শুরু থেকেই ঝড় তোলেন 💧ইয়ং। তিনি ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ২৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর💟্ণ করেন।
ম্যাচের দ্বিতীয় ইনিংসের সপ্তম ওভারে প্রথমবার বল করতে আসেন লুইস ডেলপোর্ট। তাঁর ওভারের প্রথম ৫টি বলে পরপর ৫টি ছক্কা মারেন ইয়ং। ষষ্ঠ বলও তুলে মারেন উইল। তবে বাউন্ডারি লাইনের মাত্র কয়েক মিটার আগে ফার্নসের হাতে ধরা পড়েন তিনি। শেষমেশ ৪টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৬৭ রান💃 করে মাঠ ছাড়েন ইয়ং।
ইয়ংয়ের এমন ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদেই সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ডাকওয়ার্থ-লুইস নিয়মে ম্যাচ জিতে মাঠ ছাড়ে। ইডেন পার্ক আউটার ওভালে টস জিতে অকল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। অকল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৮ উ🌱ইকেটের বিনিময়ে ১৯১ রানের বড়সড় ইনিংস গড়ে তোল🧔ে।
কোল ব্রিগস ৩৩ বলে ৫০ রান করেন। এছাড়া উইল♔িয়াম ও'ডোনেল ৩৯, শন সোলিয়া ৩২, বেন হর্ন✃ ৩২ ও জর্জ ওয়ার্কার ১৩ রান করেন। ব্রেট ব়্যান্ডেল ও জয়ডেন লেনক্স ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন রেমন্ড টুল।
পালটা ব্যাট করতে নেমে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ৯.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১০৮ রান তুললে বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়। পুনরায় ম্যাচ শুরু কর꧋া না গেলে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ২৯ রানে ম্যাচ জেতে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। আসলে সেই মুহূর্তে ৮০ রান তুললেই ম্যাচ জিতত তারা।
ইয়ংয়ের হাফ-সেঞ্চুরি ছাড়া ২১ বলে ২৭ রান করেন বেন স্মিথ। ৭ রানে নট-আউট থাকেন ডেন ক্লেভার। খাতা খুলতে পারেননি বেইলি উইগিংস। অকল্যান্ডের হয়ে ১টি করে উইকেট দখল করেন বেঞ্জামিন লিস্টার ও লুইস ডেলপোর্ট। উ🌠ইকেট পাননি আর কোনও বোলার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।