ঝুড়িভর্তি উইকেট নিয়ে আইপিএল ২০২১-এর বে♛গুনি টুপির দখল নিয়েছেন হার্ষাল প্যাটেল। উইকেট তোলার সেই ধারাবাহিকতা ൩মুস্তাক আলি ট্রফিতেও বজায় রাখলেন আরসিবি তারকা। প্রথম ম্যাচেই ৩ উইকেট নিয়ে রাজ্যদল হরিয়ানাকে জেতালেন হার্ষাল।
ভদোদরায় মুস্তাক আলির এলিট গ্রুপ-সি'র ম্যাচে হিমাচলপ্রদেশের মুখোমুখি হয় হর🌱িয়ানা। টস জিতে হরিয়ানা অধিনায়ক হার্ষাল প্রথমে ব্যাট করতে ডাকেন হিমাচলকে। শুরুতে ব্যাট করে হিমাচল নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪৫ রান তোলে।
নিখিল গাংতা🅠 ৫২ রান করেন। ক্যাপ্টেন ঋষি ধাওয়ান করেন ২৮ রান। হার্ষাল ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন মোহিত শর্মা। ১৪ রানে ২ উইকেট জয়ন্ত যাদবের। রাহুল তেওয়াটিয়♉া ৪ ওভারে ৩২ রান খরচ করেও কোনও উইকেট পাননি। যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ৩১ রান খরচ করেন। কোনও উইকেট তুলতে পারেননি তিনিও।
পালটা ব্যাট করতে নেমে হরিয়ানা ১৭.৪ ওভারে ২ 🧜উইকেটের বিনিময়ে ১৪৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন হিমাংশু রানা। হার্ষাল ওপেন করতে নেমে ৪ রানে আউট হন। ১৪ বল বাকি থাকতে ৮ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জেতে হরিয়ানা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।