ব্যাট হাতে দুর্দান্ত লড়াই ক্যাপ্টেনের। তবে সতীর্থদের সাহায্য না মেলায় হারতে হয় দলকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ব্যর্থ হয় মিজোরামের ক্যাপ্টেন তরুবর কোহলি🅷র লড়াকু হাফ-সেঞ্চুরি।
রাজকোটে এলিট-এ গ্রুপের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে রাজস্থান। তারা নির্ধারি𝄹ত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৮৩ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ওপেনার অভিজিৎ তোমর ৮৪ রান করে নট-আউট থাকেন। ৫৯ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ৫টি ছক্কা মারেন♕।
এছাড়া অন🍨িরুদ্ধ সিং ১১ বলে ২৪, কুণাল সিং রাঠোর ৩৪ বলে ৪৬, শুভম গারওয়াল ৪ বলে ৭ ও মহীপাল লোমরোর ১২ বলে ১৪ রান করেন। রালতে ২টি ও অবিনাশ যাদব 🍎১টি উইকেট নেন।
পালটা ব্যাট করতে নেমে মিজোরাম ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১১০ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। তরুবর কোহলি𓆉 ৬৩ রান করে আউট হন। ৫৬ বলের ইনিংসে তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। বাকিদের মধ্যে জোসেফ ২৭ রানের যোগদান রাখেন। মাত্র ৫ রান করে আউট হন শ্রীবৎসܫ গোস্বামী। ৭৩ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে রাজস্থান।
রাহুল চাহার ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ২টি উ𒐪ইকেট দখল করেন। ১৮ রানে ২টি উইকেট নেন তনভীর উল-হক। ৩ ওভারে মাত্র ১০ রান খরচ করে ১টি উ♏ইকেট নেন কমলেশ নাগারকোটি। ১১ রানে ১টি উইকেট নিয়েছেন অনিকেত চৌধরী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।