ꦗ বিশ্বের দুই নম্বর তারকাকে হারিয়ে দিলেন মনিকা বাত্রা। সৌদি স্ম্যাশে চিনা তারকা ওয়াং মানইউকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছেন ভারতীয় তারকা। অথচ সোমবার শুরুটা খুব একটা ভালো হয়নি মনিকার। প্রথম গেমে ৬-১১ ব্যবধানে হেরে যান। তারপর দুর্দান্ত কামব্যাক করেন। দ্বিতীয় গেম জিতে নেন ১১-৫ ব্যবধানে। ১১-৭ ব্যবধানে জেতেন তৃতীয় গেম। চতুর্থ গেমে জোরদার লড়াই হয়। নিজের হার আটকাতে মরিয়া চেষ্টা করতে থাকেন চিনা প্যাডলার। কিন্তু তাতে লাভ হয়নি। ১২-১০ ব্যবধানে চতুর্থ গেম জিতে নেন মনিকা। সেইসঙ্গে বিশ্বের দুই নম্বর তারকাকে হারিয়ে দেন ভারতীয় তারকা। যা তাঁদের মধ্যে পঞ্চম সাক্ষাতে মনিকার প্রথম জয়। যে জয়ের ফলে সৌদি স্ম্যাশের ‘রাউন্ড অফ ১৬’-তে পৌঁছে গেলেন ভারতীয় তারকা।
ဣআর সেই জয়ের পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন মনিকা। তাঁর শটটা চিনা শাটলার মিস করতেই চিৎকার করে ওঠেন। মুখে হাত দিয়ে জয়ের মুহূর্তটা উপভোগ করতে থাকেন। সেইসময় তাঁর চোখেমুখে অত্যন্ত পরিশ্রান্তি দেখা হচ্ছিল। তারপর নিজের জায়গায় বসে তোয়ালে দিয়ে মুখ ঢেকে জয়টা উপভোগ করতে থাকেন। সেইসময় তাঁর চোখে জলও দেখা যায়।
আরও পড়ুন: 🅺প্যারিস অলিম্পিক গেমসের জন্য যোগ্যতা অর্জন করলেন পিভি সিন্ধু সহ সাত ভারতীয় শাটলার
♐এই জয়টা মনিকার মনোবল বাড়ানোর জন্য অত্য়ন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ সম্প্রতি তিনি নিজের সিংহাসন হারিয়েছেন। ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের তরফে সম্প্রতি যে র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, তাতে মহিলাদের সিঙ্গলসে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে শীর্ষে থাকার সিংহাসন হারিয়েছেন। এখন ভারতের সেরা টেবিল টেনিস খেলোয়াড়ের সিংহাসন আছে সৃজা আকুলার কাছে। আপাতত তাঁর র্যাঙ্কিং হল ৩৮। আর তাঁর ঠিক নীচেই ৩৯ নম্বরে আছেন মনিকা। সেই পরিস্থিতিতে নিজের কেরিয়ারের অন্যতম সেরা জয় ছিনিয়ে নিলেন ভারতীয় তারকা।
আরও পড়ুন: 💃Paris Olympics- 4x400 মিটার দৌড়ে অলিম্পিক্সের টিকিট হাতে পেল ভারতীয় পুরুষ ও মহিলা অ্যাথলিটরা
আরও দুই ভারতীয় প্যাডলারের দুর্দান্ত জয়
൩সৌদি স্ম্যাশ টুর্নামেন্টে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছেন আরও দুই ভারতীয় প্যাডলার হরমিত দেশাই এবং যশস্বিনী ঘোরপাডে। তাঁরা পঞ্চম বাছাই আলভারো রোবলস এবং মারিয়া শিয়াওকে ৩-২ গেমে (১১-৫, ৫-১১, ৩-১১. ১১-৭, ১১-৭) হারিয়ে দেন। সেই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান হরমিত এবং যশস্বিনীরা। যাঁরা প্রথম ম্যাচে চিলির জুটি হারিয়ে দিয়েছিলেন।জিতেছিলেন ৩-২ ব্যবধানেই (১১-৭, ৯-১১, ১১-৪, ৪-১১, ১১-৫)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।