দেওয়াল লিখনটা পড়া যাচ্ছে স্পষ্ট। টি-২০ ক্যাপ্টেন হিসেবে রোহিতের দিন ফুরিয়ে আ꧒সার ইঙ্গিত বুঝে নিতে অসুবিধা হচ্ছে না ভারতীয় সমর্থকদের। নেতা হিসেবে হার্দিক পান্ডিয়ার উত্থানে ঘোর সংশয়ে হিটম্যানের টি-২০ ক্যাপ্টেন্সির ভবিষ্যৎ।
ভারতীয় টিম ম্যানেজমেন্টের চোখ রয়েছে আপাত🎀ত আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের দিকে। ৫০ ওভারের ক্রিকেটকে প্রধান্য দিতেই টি-২০ ক্রিকেট থেকে ক্রমাগত সরিয়ে রাখা হচ্ছে রোহিত-কোহলির মতো সিনিয়র ক্রিকেটারদের। সেই ফাঁকে হার্দিক পান্ডিয়া তরুণ ক্রিকেটারদের নিয়ে টি-২০ ক্যাপ্টেন হিসেবে নিজের পসার জমাচ্ছেন। ওয়♚ান ডে বিশ্বকাপ শেষ হতে হতে হার্দিক না টি-২০ ক্যাপ্টেন্সি পাকাপাকিভাবে নিজের দখলে নিয়ে নেন! সেই সম্ভাবনা উঁকি দিচ্ছে বিস্তর।
আসলে এখনও পর্যন্ত হার্দিক 🦄যতগুলি টি-২০ ম্য়াচ তথা সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছেন, সাফল্য পেয়েছেন পর্যাপ্ত। চারটি টি-২০ সিরিজে ভারতের ক্যাপ্টেন্সি করেছেন পান্ডিয়া। ভারত সিরিজ জিতেছে চারটিই। ম্যাচ জয়ের শতকরা হারে হার্দিক ইতিমধ্যেই ধোনি, কোহলি, রোহিতদের টেক্কা দিয়েছেন।
ভারতের টি-২০ ক্যাপ্টেনদের সাফল্যের শতকরা হার:-১. বীরেন্দ্র সেহওয়াগ: ১ ম্যাচে ১টি জয় (১০০ শতাংশ)২. মহেন্দ্র সিং ধোনি: ৭২ ম্যাচে ৪১টি জয় (৫৯.২৮ শতাংশ)৩. সুরেশ রায়না: ৩ ম্যাচে ৩টি জয় (১০০ শতাংশ)৪. অজিঙ্কা রাহানে: ২ ম্যাচে ১টি জয় (৫০ শতাংশ)৫. বিরাট কোহলি: ৫০ ম্যাচে ৩০টি জয় (৬৪.৫৮ শতাংশ)৬. রোহিত শর্মা: ৫১ ম্যাচে ৩৯টি জয় (৭৬.৪৭ শতাংশ)৭. শিখর ধাওয়ান: ৩ ম্যাচে ১টি জয় (৩৩.৩৩ শতাংশ)৮. ঋষভ পন্ত: ৫ ম্যাচে ২টি জয় (৫০০ শতাংশ)৯. হার্দিক পান্ডিয়া: ১১ ম্যাচে ৮টি জয় (৭৭.২৭ শতাংশ)১০. লোকেশ রাহুল: ১ ম্যাচে ১টি জয় (১০০ শতাংশ)
উল্লেখ্য, ধোনির নেতৃত্বে ভারতের ১টি টি-২০ ম্যাচ টাই হয় ও ২টি ম্যাচ ভেস্তে যায়। কোহলির নেতৃত্বে ভারতের ২টি টি-২০ ম্যাচ টাই হয় ও ২টি ম্যাচ পরিত্যক্ত হয়। পন্তের নেতৃত্বে টিম ইন্ডিয়ার ১টি ম্যাচ ভেস্তে যায়। হার্দিকের নেতৃত্বে ১টি টি-২০ ম্যাচ টাই করে🍬 ভারত।
হার্দিক পান্ডিয়া এখনও পর্যন্ত ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন মোট ১১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে। পান্ডিয়ার নেতৃত্বে ভারত জয় তুলে নিয়েছে ৮টি ম্যাচে। 🥂হেরেছে মাত্র ২টি ম্য়াচ। টাই হয়েছে ১টি ম্যাচ। তাঁর সাফল্যের হার ৭৭.২৭ শতাংশ।
হার্দিকের নেতৃত্বে ভারতের টি-২০ ম্যাচ:-১. আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দেয়।২. আয়ারল্যান্ডকে ৪ রানে হারিয়ে দেয়।৩. ওয়েস্ট ইন্ডিজকে ৮৮ রানে হারিয়ে দেয় (রোহিতের অনুপস্থিতিতে)৪. নিউজিল্যান্ডকে ৬৫ রানে হারিয়ে দেয়।৫. নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ টাই হয়।৬. শ্রীলঙ্কাকে ২ উইকেটে পরাজিত করে।৭. শ্রীলঙ্কার কাছে ১৬ রানে পরাজিত হয়।৮. শ্রীলঙ্কাকে ৯১ রানে হারিয়ে দেয়।৯. নিউজিল্যান্ডের কাছে ২১ রানে হেরে যায়।১০. নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে দেয়।১১. নিউজিল্যান্ডকে ১৬৮ রানে পরাজিত করে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।