মৃত্যু হল ভারতীয় ক্রিকেটের সুপারফ্যান চারুলতা প্যাটেলের। গত ১৩ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৭ বছরের সেই 'তরཧুণী'।
বিশ্বকাপে এজবাস্টনে বাংলাদেশের বিরুদ্ধে খেলছিল ভারত। সেই সময় ক্যামেরাবন্দি চারু꧑লতাদেবী। ম্যাচজুড়ে ভুভুজেলা বাজিয়ে বিরাট কোহলিদের সমর্থন করেন তিনি। রাতারাতি ভারতীয় ক্রিকেটের সুপারফ্যানের তকমা পান তিনি।
চারুলতাদেবীর উচ্ছ্বাস, অফুরন্ত এনার্জিতে😼 মুগ্ধ হন সবাই। ম্যাচ শেষে তাঁর সঙ্গে দেখা করেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।দলের পাশে থাকার জন্য পরে টুইটেও চারুলতাদেবীর প্রশংসা করেন বিরাট। তিনি লেখেন, 'সমর্থনের জন্য আমাদের সব ফ্যানদের সমর্থকদের। বিশেষত চারুলতা প্যাটেলজিকে । ত💖াঁর বয়স ৮৭। তিনি সম্ভবত আমার দেখা উত্সাহী ফ্যানদের মধ্যে অন্যতম। তাঁর আশীর্বাদ-সহ আমরা পরের ম্যাচে যাচ্ছি।' চারুলতাদেবীকে ভারতের পরের ম্যাচের টিকিটও পাঠান বিরাট। সঙ্গে ছিল আবেগঘন বার্তা।
গত ১৩ জানুয়ারি মারা যান সেই সুপারফ্যান। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখা হয়, 'অতꩵ্যন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের সুন্দর ঠাকুমা ১৩ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি অত্যন্ত মিষ্টি ছিলেন।'
তাঁর মৃত্যুর পর টুইট করে বিস🤪িসিআই। ভারতীয় বোর্ডের তরফে টুইটে লেখা হয়, 'টিম ইন্♛ডিয়ার সুপারফ্যান চারুলতা প্যাটেলজি সর্বদা আমাদের হৃদয়ে থাকবেন। খেলার প্রতি তাঁর প্যাশন সর্বদা আমাদের অনুপ্রেরণা জোগাবে। তাঁর আত্মার শান্তিকামনা করি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।