রবিবার ২৮ মে দিল্লিতে, দেশের নতুন সংসদের উদ্বোধন চলছিল, তখন সেখান থেকে কিছু দূরে দিল্লি পুলিশ এবং কুস্তিগীরদের মধ্যে লড়াই হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতেও উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছিল। এই ঘটনায🎃় এক প্রাক্তন আইপিএস অফিসার এমন একটি টুইট করেছেন, যার জেরে কুস্তিগীর বজরং পুনিয়া রেগে যান। এর জবাবে পুনিয়া বলেছিলেন যে তিনি গুলি খাওয়ার জন্য প্রস্তুত এবং প্রাক্তন অফিসারকে চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন অলিম্পিক্সের পদক জয়ী অর্জুন পুরস্কার প্রাপ্ত কুস্তিগীর বজরং পুনিয়া।
আরও পড়ুন… WTC ফাইনাল খেলতে রো༒হিতের সঙ্গে ইংল্যান্ড গেলেন যশস্বী, দেখুন কারা এখনও যেত🧸ে পারেননি
আসলে প্রাক্তন আইপিএস অফিসার এনসি আস্থানা রবিবার ২৮ মে, কুস্তিগীরদের উপর পুলিশের পদক্ষেপকে ন্যায্যতা দিতে গিয়ে লিখেছেন যে প্রয়োজনে একটি গুলিও করতে হবে। রবিবার, দিল্লি পুলিশ সংসদ ভবনের দিকে কুস্তিগীরদের এগিয়ে যেতে বাধা দেয়। এরপর পুলিশ বল প্রয়োগ করে সেখান থেকে কুস্তিগীরদের সরিয়ে দেন। সেই সঙ্গে যন্তর মন্তরের যেখান থেকে কুস্তিগীররা নিজেদের বিক্ষোভ তুলে ধরছিল তাও খা🤡লি করা হয়। এক মাসেরও বেশি সময় ধরে কুস্তিগীররা এখানে বিক্ষোভ করছিলেন। দিল্লি পুলিশ যখন কুস্তিগীরদের হেফাজতে নিয়ে যাচ্ছিল, সেই সময় বজরং পুনিয়া দিল্লি পুলিশকে বলেছিলেন আমাদের গুলি করুন।
আরও পড়ুন… বৃষ্টির কারণে পিছল ফাইনাল, স্টেশনেই রাত কাটালেন CSK-র ধোনি ভক্ত🃏রা, ভাইরাল হল ছবি
বজরং-এর এই বক্তব্যে প্রাক্তন আইপিএস এনসি আস্থানা টুইটারে লিখেছেন, ‘প্রয়োজন হলে আমরা গুলি করব। ಞকিন্তু, আপনার কথার কারণে নয়। এই মুহূর্তে তাদের টেনে নিয়ে যা🅠ওয়া হয়েছে এবং আবর্জনার বস্তার মতো ফেলে দেওয়া হয়েছে। ১২৯ ধারায় পুলিশ গুলি করার অধিকার রয়েছে। সেই ইচ্ছাও পূর্ণ হবে উপযুক্ত পরিস্থিতিতে। কিন্তু জানার জন্য শিক্ষিত হওয়া প্রয়োজন। আবার দেখা হবে পোস্টমর্টেমের টেবিলে!’
আস্থানার টুইটের জবাবে বজরং পুনিয়া লিখেছেন, ‘এই আইপিএস অফিসার আমাদের গুলি করার কথা বলছেন। ভাইরা সামনে দাঁড়িয়ে আছে, আমাকে বলুন কোথায় গুলি করতে আসবেন। আমি শপথ করছি, আপনি আপনাকে পিঠ দেখাব না, আমি তোমার গুলি আমার বুকে খাব। এবার যদি এটাই বাকি রয়ে গিয়ে থাকে তো এটꦛাই কর।’
আরও পড়ুন… ICC ODI WC 2023 বাছাইপর্বের জন্🅠য স্কোয়াড ঘোষণা করল ৭টি দল, বাকি রয়েছে এই ৩ টিমের প্লেয়ার লিস্ট
আইপিএসের টুইটের সমালোচনার ঝড় উঠেছে। অনেক নেটিজেন আস্থানার টুইটের সমালোচনা করে প্রতিক্রিয়া জানিয়েছেন। নার্গিস বানো লিখেছেন, ‘এটি একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারের ভাষা। ভিনেশ ফোগাট ঠিকই বলেছেন যে দেশ বদলাচ্ছে, আপনি কয়জনকে গুলি করতে পারেন? পুলিশি দমন-পীড়ন নিয়ে প্রবন্ধ লেখা ব্যক্তিটি কীভাব🌳ে বদলে গেল?’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
কেরালা পুলিশের প্রাক্তন মহাপরিচালক এনসি আস্থানা পুলিশ নিপীড়নের বিরুদ্ধে ২০২১ সালে একটি নিবন্ধ লিখেছিলেন। কিন্তু অবসর নেওয়ার পর তার স্টাইল পাল্টেছে এবং এখন তিনি অনেক ক্ষেত্রে পুলিশের পদক্ষেপকে ন্যায্যতা দিয়েছেন। এর আগে, আস্থানা সোশ্যাল মিডিয়ায় ইউপি পু💜লিশের বুলডোজারের পদক্ষেপকে সমর্থন করেছিলেন।
🌞এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনল꧂োড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।