শুরুতে খেলা হতো টেস্ট বা ফার্স্ট ক্লাস ম্যাচ। পরে উদ্ভব হয় ৫০ ওভারের ওয়ান ডে বা লিস্ট-এ ক্রিকেটের। তার পরꦍে আসে টি-২০ ক্রিকেট। ২০ ওভারের ক্রিকেট একটু পুর💖নো হতেই দেখা মেলে টি-১০ ক্রিকেটের।
১০ ওভারের ম্যাচেই ক্রিকেটের বিবর্তন থেমে থাকেনি, বরং ঘরোয়া স্তরে নিয়ম বদলে আত্মপ্রকাশ করছে ক্রিকেটের নতুন নতুন ফর্ম্যাট। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ শুরু করেছে ইতিমধ্যেই। দক্ষিণ আফ্রিকা ক্﷽রিকেট বোর্ড পরীক্ষামূলকভাবে আয়োজন করেছে তিন দলের ক্রিকেটে ম্যাচ। এবার সেই তালিকায় যোগ হচ্ছে ‘দ্য সিক্সটি’ (THE 6ICTY)।
আগামী ২৪ থেকে ২৮ জুলাই সেন্ট কিটস๊ে আয়োজিত হবে ৬০ বলের (টি-১০) এই টুর্নামেন্ট। নতুন এই টুর্নামেন্টে মনোনিবেশের জন্যই ক্রিস গেইল ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের আসন্ন মরশুম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আসলে গেইল এই টুর্নামেন্টের (দ্য সিক্সটি) অ্যাম্বাসাডরের ভূমিকা পালন করবেন।
দেখে নেওয়া যাক নতুন এই টুর্নামেন্টের অদ্ভুত পাঁচটি নিয়ম:-
১. দশটি নয়, প্রতিটি ব্যাটিং🙈 দলের হ♏াতে থাকবে ৬টি করে উইকেট।
২. ব্যাটিং দল প্রথম ২ ওভারের পꦅাওয়ার প্লে-তে ২টি ছক্কা মারতে পারলে তৃতীয় একটি ওভার পাওয়ার প্লে হিসেবে পেয়ে যাবে। বিষয়টি কিছুটা কম্পিউটার গেমের মতো। লেভেল পেরোতে পারলেই যেমন আনলক করা যায় লাইফ-লাইন, এক্ষেত্রেও তেমন আনলক করা যাবে পাওয়ার প্লে। নতুবা ২ ওভারের বেশি পাওয়ার প্লে পাওয়া যা🐻বে না।
৩. পিচের এক প্র💟ান্ত থেকে টানা ৫ ওভার বল করতে হবে। তার পরে অপর প্রান্ত থেকে শেষ ৫ ওভার বল করা যাবে। প্রতি ♓ওভারে প্রান্ত বদল করতে হবে না।
৪. যদি কোনও দল ৪৫ মিনিটের মধ্যে ১০ ওভার পূর্ণ করতে না 𒁃পারে, তবে শেষ ৬টি বলে ১ জন ফিল্ডারকে মাঠের বাইরে রাখতে হবে। সুতরাং মাঠে থাকবে ফিল্ডিং দলের ১০ জন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।