ঝোড়া অর্ধশতরান করেও ম্যাঞ্চেস্টার অরিজিনালসকে জেতাতে পারলেন না স্যাম বꦓিলিংস। বরং দ্য হান্ড্রেডের ইতিহাসে সেরা বোলিং ফিগারের সুবাদে ওভাল ইনভিনসিবলসকে প্লে-অফে তুললেন জোস লিটল। অন্যদিকে, ভালো বল করলেও ব্যাট হাতে ব্যর্থ হলেন আবুধাবি নাইট রাইডার্সের পল স্টার্লিং। রান পেলেন না ফ্যাফ ডু'প্লেসিও।
ম্যাঞ্চেস্টার অরিজিনালস বনাম ওভাল ইনভিনসিবলস
বুধবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০০ বলে নয় উইকেটে ১৪৩ র🌼ান তোলে ওভাল। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা স্যাম বিলিংস ছাড়া সেভাবে কেউ দাগ কাটতে পারেননি। ৩৩ বলে ৫৩ রান করেন তিনি। হাঁকান চারটি চার এবং তিনট🔥ি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন স্যাম কারান (১৮ বলে ২৪ রান)। শেষের দিকে টম কারানের সাত বলে ১৬ রানের সৌজন্যে কিছুটা ভদ্রস্থ স্কোর পৌঁছান বিলিংসরা।।
আরও পড়ুন: প্রথম দল হিসেবে দ্য হান্ড্রেডের গোটা🅷 মরশুম জয়হীন থাকার লজ্জার নজির গড়ল ওয়েলস ফায়ার
ওভালের মেরুদণ্ড ভেঙে দেন ওভালের লিটল। ২০ বলে ১৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন। ১৩ টি ডট বল করেন। যা পꦦুরুষদের হান্ড্রেডের ইতিহাসে সেরা বোলিং ফিগার। পরে ব্যাট হাতে ওয়েন ম্যাডসেনের ৩৯ বলে অপরাজিত ৫৩ রানের সুবাদে এক বল বাকি থাকতেই পাঁচ উইকেট ম্যাচ জিতে যায় ম্যাঞ্চেস্টার। সেইসঙ্গে টানা পাঁচ ম্যাচ জিতে প্লে-অফের টিকিট পায়। লন্ডন স্পিরিটের বিরুদ্ধে এলিমিনেটরে নামবে ম্যাঞ্চেস্টার। দুর্দান্ত বোলিংয়ের সৌজ꧟ন্যে ম্যাচের সেরা নির্বাচিত হন লিটল।
নর্দান সুপারচার্জাস বনাম সাউর্দান ব্রেভ
নিয়মরক্ষার ম্যাচে প্রথমে ব্যাট করে ১০০ বলে আট উইকেট হারিয়ে মাত্র ১৩৫ রান তোলে নর্দান সুপারচার্জাস। পিচ কিছুটা 'ক্লান্ত' হলেও ব্যাটের জন্য এতটাও খারাপ ছিল না। ওপেনিংয়ে নেমে ব্যর্থ হন নর্দানের অধিনায়ক ডু'প্লেসি। পাঁচ বলে সাত রান করে আউট হয়ে যান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) অধিনায়ক। সর্বোচ্চ ১৭ বলে ২৯ রান করেন হ্যারি ব্রুক। সাউর্ඣদান ব্রেভের হয়ে একটি উইকেট নেন স্টার্লিং। ১৫ বলে ১৮ রান দিয়ে ডেভিড উইলিকে আউট করেন।
আরও পড়ুন: The Hundred:꧟ উড়ছে রকেটস, বিধ্বংসী ছন্দে একই দিন একই দলকে হারাল ছেলে এবং মেয়েদের দল
বল হাতে 💛সফল হলেও ওপেন করতে ব্যর্থ হন আবুধাবি নাইট রাইডার্সের অল-রাউন্ডার স্টার্লিং। পাঁচ বল পাঁচ রান করে আউট করে যান। ব্যর্থ হন কুইন্টন ডি'ককও। ছয় বলের বেশি টিকে থাকতে পারেননি। করেন মাচ্র আট রান। টিম ডেভিড পাঁচ বলে নয় রান করেন। একমাত্র রেহান আহমেদ এবং জেমস ফুলার ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। তাতেও অবশ্য কোনও লাভ হয়নি। ১৬ রানে হেরে যায় ব্রেভ। ২০ বলে ১৬ রান দিয়ে চার উইকেট নেন ওয়েন পার্নেল। তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।