মইন আলি এবং লিয়াম লিভিংস্টোনের ঝড়ো হাফসেঞ্চুরি আর বার্মিংহ্যাম ফিনিক্সের ♕আগুনে মেজাজ, যার জেরে মরশুমে প্রথম বার পরাজয়ের স্বাদ পেতে হল ট্রেন্ট রকেটসকে। ১৪ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় ছিনিয়ে নল ফিনিক্স। একেবারে ফিনিক্স পাখির আগুনে পুড়ে চাই হয়ে গেল ট্রেন্ট।
দ্য হান্ড্রেডের ম্যাচে টসে জিতে ট্রেন্ট রকেটসকে প্রথমে ব্যাট করতে পাঠায় ফিনিক্স🐭। ব্য়াট করতে নেমে শুরু থেকেই নড়বড় করছিল ট্রেন্ট। ৫২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসেছিল ট্রেন্ট রকেটস। আটে নেমে ড্যানিয়েল স্যামস ২৫ বলে অপরাজিত ৫৫ রানের অনবদ্য ইনিংসটি না খেললে হয়তো, আরও ল্যাজেগোবরে হতে হত ট্রেন্টকে।
আরও পড়ুন: পাক বোলারের বিরুদ্ধে বল ছোডꦦ়ার অভিযোগ স্টোইনিসের, শাস্তি পেতে পারেন অজি তারকাই
এ 🏅ছাড়া অধিনায়ক লিউস গ্রেগরি ২২ বলে ৩৫ করে অপরাজিত থাকেন। এর বাইরে বাকিরা কেউ ১৫ রানের গণ্ডিই টপকাতে পারেননি। ফিনিক্সের বেনি হাওয়েল একাই তিন উইকেট নেন। এ ছাড়া মইন আলি, ইমরান তাহির এবং টম হেলম ১টি করে উইকেট নিয়েছেন। নির্দিষ্ট ১০০ বলে ৬ উইকেট হারিয়ে ১৪৫ করে ট্রেন্ট রকেটস।
আরও পড়ুন: বাবা ২২ গজে ঝড় তুলছেন, আর ড্রেসিংরুমে উচ্ছ্বাসে ন𝓀াচছেন প♛ূজারার মেয়ে- ভিডিয়ো
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।