মুম্বই ইন্ডিয়ান্সের সকলেই জানেন তিলক বর্মা ও ডেওয়াল্ড ব্রেভিসের বন্ধুত্ব খুবই গভীর। তারা দুজন দুজনকে বেশ সম্মান করেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এই দুই তরুণ একসঙ্গে খেলছেন। দুজনেই প্রায় একই বয়সের, তাই তাদের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বটাও অন্য রকমের তৈরি হয়েছে। মুম্বই যখনই কোনও ভিডিয়ো শেয়ার করতে তাতে এই দুই বন্ধুকে দেখা যেত। এবার সামনে এল তিলক বর্মা ও ডেওয়াল্ড ব্রেভিসের সম্পর্কটা কতটা গভীর। যেখানে তিলক বর্মার অভিষেকে তাঁর কোচ বা বাড়ির লোক ফোন করেননি, সেখানে সবার আগে তিলককে শুভেচ্ছা জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের তাঁর প্রাণ൲ের বন্ধু ডেওয়াল্ড ব্রেভিস। এদিনের ইনিংসে তিলক বর্মা ২২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। এর মধ্যেই তিনি ২টি চার ও তিনটি ছক্কা মারেন। এদিন ভারত ম্যাচ না জিতলেও অভিষেক ম্যাচে নিজের পারফরমেন্স দিয়ে সকলকেই খুশি করেছেন তিলক বর্মা।
বৃহস্পতিবার, ৩ অগস্ট, ব্যাটসম্যান তিলক বর্মা ভারতের হয়ে টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন। তিলক বর্মা ম্যাচের পরে চমক পেয়েছিলেন যখন তার মুম্বই ইন্ডিয়ান্স সতীর্থ তাঁকে একটি ভিডিয়ো বার্তা পাঠান। কে তিলককে সারপ্🐻রাইজ মেসেজ পাঠাচ্ছেন তা ভারতের এই তরুণ ক্রিকেটার জানতেনই না। তবে যখন তিলক বর্মা জানতে পারলেন যে তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ‘বেবি এবি’ অর্থাৎ ডেওয়াল্ড ব্রেভিস, তখন তিনি অবাক হয়ে যান এবং আবেগে ভেসে যান। তিলক বর্মার ব্যাট দেখে ডেওয়াল্ড ব্রেভিস বলেছিলেন যে তিনি তাঁর ছক্কা পছন্দ করেছেন, যেটা তিলক ইনিংসের শুরুতে মেরেছিলেন। ডেওয়াল্ড ব্রেভিস বার্তাতে বলেছেন যে, তিলক বর্মার এই অভিষেক দেখে তাঁর পরিবারের প্রত্যেকে বেশ খুশি হয়েছেন।
ভিডিয়োতে ডেওয়াল্ড ব্রেভিস বলেছেন, ‘আপনার অভিষেকের জন্য অভিনন্দন। এটি আপনার এবং আপনার পরিবারের জন্য একটি দুর্দান্ত মুহূর্ত। আমি কেবল কল্পনা করতে পারি যে আপনার বাবা-মা এবং অন্য সকলে কতটা খুশি হবেন। তোমায় সেখানে নিজের স্বপ্নকে সফল করতে দেখে আমার 🔯খুব ভালো লেগেছে। এবং দ্বিতীয় ও তৃতীয় 💝বলে (ছক্কা মারা) আমার গুজবাম্প দিয়েছিল। শুধু জেনে রাখুন যে আপনি সর্বদা আমার সমর্থন এবং শুভকামনা পাবেন। আমি সিরিজের বাকি অংশ এবং টিম ইন্ডিয়ার জয়ের জন্য প্রতিটি ম্যাচে আপনাকে পুরোপুরি সমর্থন করব। শুভ কামনা রইল ভাই।’
এই ভিডিয়োটি দেখে তিলক বর্মা বলেছিলেন, ‘খুব সুন্দর। এটা খুব সুন্দর ছিল। আমি সত্যিই এটাকে পছন্দ করেছি। এটি একটি দুর্দান্ত সারপ্রাইজ ছিল। আমি ভাবছিলাম যে এই বার্তাটি হয়তো আমার কোচ বা আমার প𒀰রিবারের সদস্যদের কেউ দিতে পারে।’ দ্বিতীয় বিকল্পটি ছিল আমার ভাই। তাহলে সেটাই আসলে সত্যি হল, আমি খুশি এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভাই। তোমায় আমি সবসময় ভালোবাসব। হ্যাঁ, আপনার বার্তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। শীঘ্রই দেখা হবে। আমি এখনই আপনাকে ভিডিয়ো কল করব। তোমায় অনেক ধন☂্যবাদ ভাই।’ বর্তমানে এই বার্তা বেশ ভাইরাল হচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।