টিম ইন্ডিয়ার তরুণ বোলার উমরান মালিক ২০২২ সালে নিজের গতি দিয়ে সকলকে অবাক করে দিয়েছেন। ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে নিউজিল্যান্ডের ডেভন কনওয়কে নিজের প্রথম আন্তর্জাতিক শিকার করেন তিনি। এরপর বাংলাদেশ সফরেও ফাস্ট বোলিং দিয়ে ব্যাটসম্যানদের বিপাকে ফেলেন এই বোলার। এরপর উমরানের বোলিং নিয়ে বেশ উচ্ছ্বসিত অ🍷নেক অভিজ্ঞ খেলোয়াড়। প্রাক্তন ভারতীয় অভিজ্ঞ সুনীল গাভাসকরও উমরান স🦋ম্পর্কে তার প্রতিক্রিয়া জানিয়েছেন।
আরও পড়ুন… জলে যাবে MไI-এর ১৭.৫০ কোটি! IPL 2023 অর্ধেক মরশুম বল করতে পারবেন না ক্যামরন গ্রিন
সুনীল গাভাসকর বলেছিলেন যে সচিন তেন্ডুলকরের পর উমরানকে মাঠে দেখে তিনি খুব উত্তেজিত ছিলেন। উমরান মালিক তাঁর দ্রুত গতির জন্য বিখ্যাত হয়ে উঠেছেন। তাঁর গতি ডেল স্টেইন, ব্রেট লি এবং ওয়াসিম আক্রমের মতো কিংবদন্তি খেলোয়াড়দের লাইমলাইটে নিয়ে এসেছে। স্পিডস্টার ডেল স্টেইন আইপিএল চলাকালীন উমরান মালিকের প্রধান সমর্থক হিসেবে আবির্ভূত হয়েছিলেনꦫ। একই সময়ে, ব্রেট লি তাঁকে রেসার কার ফেরারির সঙ্গে তুলনা করেছিলেন। উল্লেখযোগ্যভাবে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় দলে রাখা হয়নি উমরানকে। এরপরই ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রাক্তন অভিজ্ঞ ওয়াসিম আক্রম। সুনীল গাভাসকরও ফাস্ট বোলারের প্রশংসা করেছিলেন, তারপ꧑রে এখন তাঁকে ধন্যবাদ জানিয়েছেন তরুণ বোলার।
আরও পড়ুন… বাবর, রিজওয়💎ানের T20 ক্যারিয়ার তবে শেষ? আফ্রিদির ঠিক করা মাপকাঠিতে চাপ বাড়ল
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।