রবিবার মিউনিখে লড়াইয়ের মাঝেই মৃত্𒁃যু হল তুরস্ক-জার্মানির বিখ্যাত বক্সার মুসা আসকান ইয়ামাকের। হঠাত্ই হৃদরোগে আক্র♐ান্ত হয়ে রিংয়ের মাঝে শুয়ে পড়েন তিনি। ঘটনার ভিডিয়ো ধরা পড়েছে ক্যামেরায়।
উগান্ডার বক্সার হামজা ওয়ান্ডেরার বিরুদ্ধে লড়ছিলেন তিনি। তৃতীয় রাউন্ডের শুরুতে হঠাত্ই নিস্তেজ হয়ে শুয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁর টিমের সদস্যদের ছুটে আস💃তে দেখা যায়। তুর্কি আধিকারিক হাসান তুরান টুইটারে ঘটনা সম্পর্কে পোস্ট করেন। তিনি জানান, ৩৮ বছরের মুসা হৃদরোগে আক্রান্ত হন। তারপর মৃত্যু হয়
অ⛦নেক অল্প বয়স থেকেই বক্সিংয়ের দুনিয়ায় খ্যাতি অর্জন করেন মুসা। ইউরোপ ও এশিয়ার বিভিন্ন বক্সিং টুর্নামেন্টে চ্যাম্পিয়নের খেতাব জেতেন। জার্মানিতে বাস෴ করতেন।
সান পত্রিকার প্রতিবেদন অনুসারে, রবিবার ম্যাচ চলা🥂কালীন দ্বিতীয় রাউন্ডে লড়াই খুব জোরদার হয়েছিল। সেই সময়েই প্রতিপক্ষের এক ঘুঁষিতে সপাটে এসে লাগে। তখনই কিছুটা ভারসাম্য হারাতে শুরু করেন মুসা।
এরপর দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে যাওয়ায় টুলে বসেন। তৃতীয় রাউন্ড শুরুর আগে ফের উঠে দাঁড়ান তিনি। সেই সময়েই রিংয়ের মধ্যে শুয়ে পড়েন মুসা। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন♐꧑।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।