ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত তাদের তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানোয় হতবাক হয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। শুধু মাইকেল ভন একা নন, ক্রিকেট বিশেষজ্ঞ এবং ভক্তদের একটি অংশ অধিনায়ক রোহিত শর🍌্মার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
ইংল্যান্ডের মাঠে এই নিয়ে স্কোয়াডে থাকলেও, অশ্বিন টানা ষষ্ঠ টেস্ট খেললেন না। তাঁকে দলে রাখা নিয়♏ে সোশ্য♋াল মিডিয়া নতুন বিতর্ক শুরু হয়েছে। পিচ এবং পরিস্থিতি দেখে টিম ম্যানেজমেন্ট অশ্বিনের চেয়ে শার্দুল ঠাকুরের মতো একজন পেস-বোলিং অলরাউন্ডারকেই দলে রাখাটা বেশি জরুরি বলে মনে করেছে।
ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে: //pbv88casino.cc/sports/ind-vs-aus-wtc-final-live-score-all-updates-of-india-vs-australia-icc-world-test-championship-2𓆏023-final-at-oval-🦩31686123327148.html
ফাইনালের প্রথম দিনের দুই সেশনের খেলা দেখে মনে হয়েছে, যতই সবুজ পিচ হোক না কেন, অশ্বিনকে নিলে হয়তো ঠিক সিদ্ধান্ত হত ভারতের। কারণ ৩ উইকেট হারিয়ে হাসতে হাসতে ৫৯ ওভারে ২০০ পার করে গিয়েছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ এবং ট্রেভিস হেড স্বচ্ছন্দে ব্যাট করছেন আপাতত। কোনও পেসার সে ভাবে কিছু দাগই কাটতে পারছেন না। তা হলে অশ্বিনকে খেলালে কী ক্ষতিট🍸া হত? বরং স্পিন খেলতে ল্যাজেগোবরে হওয়া অজি ব্যাটাররা কিছুটা ধাক্কা খেতেন।
আরও পড়ুন: ICC টুর্নামেন্টের স্কোয়াডে থেকেও ফাইনাল খেলা🎀 হল না, ১২ বছর পর ফে🍌র ধাক্কা খেলেন অশ্বিন
সৌর🌟ভ গঙ্গোপাধ্যায় যেমন বলেছেন, ‘আমি যদি রোহিতের জায়গায় থাকতাম, তা♋ হলে অশ্বিনকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া এত সহজ হত না। ওর মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে অনেক সুবিধা হয়।’ রিকি পন্টিং আবার বলেছেন, ‘শুধু প্রথম ইনিংসের কথা ভেবে কেউ দল নির্বাচন করে না। অস্ট্রেলিয়ার দলে এত জন বাঁ-হাতি ব্যাটার। উইকেটে ঘাস থাকলেও অশ্বিন ওদের সমস্যায় ফেলতে পারত।’
আর মাইকেল ভন এক লাইনেই একই কথা বলেছেন। টুইটে তিনি লিখেছেন, ‘অไশ্বিন নেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর ফাইনালে। ভারতের জন্য একটি বড় ভুল!!’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।