শুধু ব্যক্তিগত জীবনেই নয়, বরং পেশাদার কেরিয়ারেও নিতান্ত খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে বেদা কৃষ্ণমূর্তীকে। দু'সপ্তাহের ব্যবধানে করোনায় মা ও বোনকে হারিয়েছেন ভারতীয় মহিলা দলের তারকা ক্রিকেটার। জায়গা হয়নি ইংল্যান্💯ড সফরের জাতীয় দলেও। এবার বিসিসিআইয়ের কেন্দ্রীয়ꦉ চুক্তির তালিকা থেকেও বাদ পড়লেন বেদা।
বুধবারই বিসিসিআইয়ের তরফে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ মহিলা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়। ১৯ জন ক্রিকেটারের 🍸মধ্যে অনুপস্থিত রয়েছে কৃষ্ণমূর্তীর নাম।
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সিনিয়র তারকা একতা বিস্ট। তিনি ইংল্যান্ড সফরের স্কꦕোয়াডে থাকলেও বোর্ডের চুক্তিতে নেই। এছাড়া কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া ক্রিকেটারদের তালিকায় উ✱ল্লেখযোগ্য নাম অনূজা পাতিল ও ডি হেমলতা।
এবছর ‘সি’𝓡 গ্রেড থেকে ‘বি’ গ্রেডে উঠে এসেছেন শেফালি বর্মা, রাজেশ্বরী গায়কোয়াড় ও প💞ুণম রাউত।
কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকার ‘এ’ গ্রেডে রয়েছেন মাত্র ৩ জন ক্রিকেটার। তিন ফ♛র্ম্যাটেই মাঠে নামা টি-২০ ক্যাপ্টেন হরমনপ্রীত ছাড়া এই ক্যাটাগরিতে রয়েছেন স্মৃতি মন্ধনা ও পুণম যাদব🌳। মিতালি রাজ ও ঝুলন গোস্বামী রয়েছেন বার্ষিক ৩০ লক্ষ টাকার ‘বি’ গ্রেডে।
কেন্দ্রীয় চুক্তির তালিকা:-
এ গ্রেড (৫০ লক্ষ টাকা): হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনা ও পুণম যাদব।
বি গ্রেড (৩০ লক্ষ টাকা): মিতালি রাজ, ঝুলন গোস্বামী, দীপ্তি শর্মা, পুণম রাউত, রাজেশ্বরী গায়ক𒁃োয়াড়, শেফালি বর্মা, রাধা যাদব, শিখা পান্ডে, তানিয়া ভাটিয়া ও জেমিমা রডরিগেজ।
সি গ্রেড (১০ লক্ষ টাকা): মান💝সী যোশি, অরুন্ধতী রেড্ডি, পূজা বস্ত্রকার, হার্লিন 🔯দেওয়ল, প্রিয়া পুনিয়া ও রিচা ঘোষ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।