শনিবার ভারতীয় দল রায়পুরের শহিদ বীরনারায়ণ সিং ইন্টারন্যাশাল স্টেডিয়ামে নিউজিল্যান্ড🅺ের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় ODI ম্যাচে খেলতে নামবে। ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ২১ জানুয়ারি রায়পুরের এই মাঠেই অনুষ্ঠিত হতে চলেছে। সে কারণেই আগেই সেই মাঠে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল।ꦇ খেলোয়াড়রা সেখানে প্রশিক্ষণও শুরু করেছিলেন।
আরও পড়ুন… ম্যাচের সেরাকে কীভাবে বসিয়ে দেওয়া ꦑহয়- সূর্য প্রসঙ্গে কপিল
রায়পুর স্টেডিয়ামে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ🌳 অনুষ্ঠিত হতে চলেছে। এমন পরিস্থিতিতে স্টেডিয়ামের তথ꧅্য, ড্রেসিংরুমের তথ্য, খেলোয়াড়দের সঙ্গে বিশেষ আলাপ করাতে আবারও সামনে এলেন যুজবেন্দ্র চাহাল। তিনি নিজের চাহাল টিভি নিয়ে হাজির হলেন বিসিসিআই-এর অফিসিয়াল পেজে। যুজির চাহাল টিভি যে এখনও সক্রিয় রয়েছে সেটাই জানাতে হাজির হলেন যুজবেন্দ্র। চাহাল টিভির ভিডিয়ো শেয়ার করেছে বিসিসিআই। ১ মিনিট ৫২ সেকেন্ডের এই ভিডিয়োতে যুজবেন্দ্র চাহালকে রায়পুর স্টেডিয়ামের ড্রেসিংরুমের সম্পূর্ণ তথ্য দিতে দেখা গিয়েছে।
আরও পড়ুন… চার ওভার খেলেই পয়সা, এবার ঘরোয়া ক্রিকেটে ফেরো- পাক পেস❀ারদের ধমক༺ আক্রমের
ভিডিয়োতে দেখা যায় ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল তাঁর নিজস্ব স্টাইলে রায়পুর স্টেডিয়াম সম্পর্কে দর্শক൲দের বলছেন। স্টেডিয়াম ছাড়াও ড্রেসিংরুমের কথা বলছেন যুজবেন্দ্র চাহাল। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়ার বসার জায়গা সম্পর্কে তাঁকে কথা বলতে দেখা গিয়েছে। একই সঙ্গে ইশান কিষাণের সঙ্গে মজা করতেও তাঁকে দেখা গিয়েছে। ইশান কিষাণ সম্পর্কে কথা বলতে গিয়ে যুজবেন্দ্র চাহাল বলেছেন যে তিনি কোথা থেকে ২০০ রান করার অনুপ্রেরণা পেয়েছেন। ইশানও মজার ছলেই চাহালকে উত্তর দিয়েছেন। যা শুনে তাঁরা দুজনেই হাসতে থাকেন। এরপরে রোহিত শর্মা এসে চাহালকে বলেন, ‘তুমি নিজের ভবিষ্যত দারুন তৈরি করে নিয়েছ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।