ভারতের ব্যাটসম্যান কেএল রাহুল নিজের ভক্ত, ক্রিকেট অনুরাগী, ধারাভাষ্যকার এবং অজি ব্যাটসম্যান উসমান খোয়াজাকে অবাক করে দিয়েছিলেন। কারণ তিনি বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচে দিল্লিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অবিশ্বাস্য একটা ক্যাচ ধরলেন। এক হাতে অবিশ্বাস্য একটি ক্যাচ ধরে ৮১ রানে অজি খেলোয়াড় উসমান খোয়াজাকে সাজঘরের রাস্তা দেখালেন তিনি। ম্যাচের ৪৫তম ওভারে, খোয়াজা, যিনি অস্ট্রেলিয়ার এক প্রান্ত ধরে রেখেছিলেন কারণ অন্যদিকে ক্রমাগত উইকেটের পতন হচ্ছিল। সেই সময়ে রবীন্দ্র জাদেজার বলে রিভার্স সুইপ করার চেষ্টা করেছিলেন খোয়াজা। তবে তিনি নিখুঁত সংযোগ করতে পারেননি এবং বলটি স্কোয়ার লেগ পজিশনে চলে যায়, যেখানে কেএল রাহুল ছিলেন এবং তিনি সেই ক্যাচটি নেওয়ার জন্য নিজের ডানদিকে এক🌊টি দুর্দান্ত ডাইভ দিয়েছিলেন এবং ক্যাচ ধরতে সফল হন।
উসমান খোয়াজা ক্যাচ দেখে স্তব্ধ হয়ে যান অজি ব্যাটার। প্যাভিলিয়নের দিকে হাঁটার আগে হতাশার ছবে ধরা পড়ে তার চোখে মুখে। স্টেডিয়ামের দর্শকরাও অবাক হয়ে গিয়েছিলেন। এমন কি ধারাভাষ্যকাররাও অবাক হয়ে যান। এই আউটের ফলে রবীন্দ্র জাদেজার নামে একটি অনন্য কীর্তিও তৈরি হয়েছে। কারণ তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হিসেবে ২৫০০ রান এবং ২৫✨০ উইকেটের সংমিশ্রণ রেকর্ড করেছিলেন।
আরও পড়ুন… দিল্ল🌃িতে শততম টেস্ট পূজার🍬ার, এর আগে কোন কোন ভারতীয় গড়েছেন এই নজির?
উসমান খোয়াজা আউট হওয়ার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার ইনিংসের আরও একটি উইকেটের পতন হয়। অ্যালেক্স ক্যারিকে শূন্য রানে সাজঘরে ফিরিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার অর্ধেক দল ১৬৮ রানের মধ্যেই সাজঘরে ফিরে গিয়েছিল। এদিনের ম্যাচে দিল্লিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার🧸 অধিনায়ক প্যাট কামিন্স। উসমান খোয়াজা এবং ডেভিড ওয়ার্নারের পার্টনারশিপের অস্ট্রেলিয়া ৫০ রান তোলে। শামির বলে উইকেটরক্ষক কেএস ভরতের হাতে ক্যাচ দিয়ে ৪৪ বলে ১৫ রান করে সাজঘরে ফিরেছিলেন ওয়ার্নার।
আরও পড়ুন… ভারতের হয়🌄ে বিশ্ব টেস্ট চ্যাꦚম্পিয়নশিপ জেতাই লক্ষ্য, শততম টেস্টের আগে বললেন পূজারা
এরপরে রবিচন্দ্রন অশ্বিনের ম্যাজিক দেখা যায়। মার্নাস ল্যাবুশান (১৮) এবং স্টিভ স্মিথকে (০) আউট করে অজিদের ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন। দ্বিতীয় সেশন শুরুর পরপরই ট্রেভিস হেডকে (১২) আউট করেন মহম্মদ শামি। এরফলে বেশ চাপে পড়ে গিয়েছে টিম অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া নাগপুরে সিরিজের প্রথম টেস্টে একটি ইনিংস এবং ১৩২ রানের জয়ের মুখোমুখি হয়েছিল, এবং চলতি দ্বিতীয় টেস্টে আরেকটি জয়ের সঙ্গে স্বাগতিকরা বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখবে। নাগপুরে দলের জয়ের পিছনে রবীন্দ্র জাদেজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন। তিনি দুই ইনিংস জুড়ে সাত উইকেট নিয়েছিলেন (প্রথমটিতে পাঁচ উইকেট নেওয়া সহ), এবং দলের পক্ষে একটি গুরুত্বপূর্ণ ৭০ রানের ইনিংস খেল﷽েছিলেন।
এই খ🐼বরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //ꦍhtipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।