১ অগস্ট থেকে শুরু হয়ে গিয়েছে ২০২৩ সালের দ্য হান্ড্রেডের আসর। আর মরশুমের প্রথম থেকেই এই টুর্নামেন্টে এমন সব ঘটনা ঘটছে যা না দেখলেই নয়। কোথাও আফ্রিদির আগুনে বোলিং, তো কোথাও আবার সুনীল নারিনের অলরাউন্ড পারফরমেন্স। এর মাঝেই ভেসে উঠল ম্যাথিউ ওয়েডের অবিশ্বাস্য ক্যাচের একটি ভিডিয়ো। যেখানে ওয়েডকে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে অসম্ভব দক্ষতায় একটি ছক্কা বাঁচাতে দেখা গিয়েছে। অনেকটা সুপাম্য়ানের মতো করেই হাওয়ায় উড়ে গিয়ে ছক্কা বাঁচালেন তিনি। এমন ঘটনা দেখে অনেকেই অবাক হয়েছেন। যদিও যারা ম্যাথিউ ওয়েডের ফিল্ডিং আগে দেখেছেন তারা জানেন এই অজি তারকা কী করতে পারেন। তবে এদিনের ওয়েডের ফিল্ডিং-এর ভিডিয়ো সকলকে অবাক কর🎐েছে𓆏।
যদিও এমন ফিল্ডিং দিয়েও ম্যাচ জেতাতে পারেননি ম্যাথিউ ওয়েড। তবে শღুধু ফিল্ডিং নয়, ৩৫ বছরের এই অজি তারকা ব্য়াট হ🦄াতেও কামাল দেখান। এদিনের ম্যাচে লন্ডন স্পিরিটের হয়ে ব্যাট করতে নেমে মাত্র ২৭ বলে ৩৭ রানের ইনিংস খেলেন। এদিনের ইনিংসে তিনি মারেন চারটি বাউন্ডারি। ১৩৭.০৪ এর স্ট্রাইক রেটে রান করেছিলেন তিনি। শেষে টম কারানের বলে জর্ডন কক্সের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছিলেন তিনি। এরপরে ফিল্ডিং করতে নেমে অবাক করা দক্ষতা দেখিয়ে সকলের নজর কাড়েন ওয়েড। তবে এরপরেও ম্যাচ জিততে পারেনি ম্যাথিউ ওয়েডের দল। সুনীল নারিনের অলরাউন্ড পারফরমেন্সের কাছে হার মানতে হয় তাদের। তিন উইকেটে এই ম্যাচ জিতে নেয় নারিনদের ওভাল ইনভিসিবলস। তবে এই ম্যাচে নিজের ছাপ ছেড়ে গিয়েছেন ম্য়াথিউ ওয়েড। ফিল্ডিং-এর ভিডিয়ো সোশ্য়াল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
ম্যাচের কথা বললে, এদিন প্রথমে ব্য়াট করতে নেমে লন্ডন স্পিরিটের হয়ে দারুণ শুরু করেচিল তাদের ওপেনিং জুটি। দলের অধিনায়ক লরেন্স ১৭ বলে করেন ২৪ রান এবং রোসিংটন 𝔍২১ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। এছাড়াও ম্য়াথিউ ওয়েড ২৭ বলে ৩৭ রান করেন। তবে এরপরে আর সেভাবে কেউই রান পাননি। সকলেই সিঙ্গলস ডিজিটেই সাজঘরে ফিরে যান। এদিনের ম্যাচে লন্ডন স্পিরিট মোট চারটি ছক্কা ও ১৩টি চার মারে। ১৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ওভাল ইনভিসিবলস। তবে তাদের শুরুটা ভালো হয়নি। জেসন রয় ও উইল জ্যাক দলের ২৩ রানের মাথাতেই সাজঘরে ফিরে যান। জেসন রয় ৮ রান ও জ্যাক ১১ রান করেন। এরপরে ম্যাচের হাল ধরেন জর্ডন কক্স। ২১ বল ২২ রান করেন তিনি। এরপরে হেনরিখ ক্লাসেন ১ রান করে সাজঘরে ফিরে যান। এরপরে সাম কারান ও স্যাম বিলিংস দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যান। স্যাম কারান ২৮ বলে ৩৪ রান ও বিলিংস ১৫ বলে ২৫ রানের ইনিংস খেলেন। তবে শেষের চমকটা দেন সুনীল নারিন। ৫ বলে ১৩ রান করে দলের জয় নিশ্চিত করেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।