প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান যিনি দেশের জার্সি গায়ে খেলেছেন ১৭টা টেস্ট, ১০৪টি একদিনের ম্যাচ। ৯০ এর দশকে ভারতীয় ক্রিকেটে যিনি ছিলেন একজন উজ্জ্বল জ্যোতিষ্ক। সচিনের পরেই যাকে নিয়ে এক সময় ভারতীয় ক্রিকেট স্বপ্ন দেখত। ভারতের বাঁꩵ হাতি স্টাইলিশ ব্যাটসম্যান বিনোদ কাম্বলি।
নানা সময়, নানা বিতর্ক ঘিরে ধরেছিল এই ক্রিকেটারকে। একটা সময় বাইশ গজের মূল ধারা থেকে অনেকটা দূরে চলে যান। তবে পরে অনেক সময় বাইশ গজের মূল স্রোতে ফেরার চেষ্টা করেছিলেন সচিনের প্রাণের বন্ধু। কিন্তু সুযোগ সেভাবে পাননি তিনি। অবশেষে তাঁর কাছে আবারও একটা সুযোগ এসেছে। আর সেই ✅সুযোগকেই কাজে ল꧙াগাতে চান কাম্বলি।
বিসিসিআইয়ের জুনিয়র ন্যাশানাল সিলেক্টর পোস্টের জন্য আবেদন করলেন বিনোদ ক♔াম্বলি। বর্তমানে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এমসিএ-র ক্রিকেট উন্নয়ন কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেটের মূল স্রোতের সঙ্গে যুক্ত হতে চান কাম্বলি। &n♔bsp;
কয়েকদিন আগেই বিসিসিআই-এর তরফ থেকে একটি বিজ্ঞাপন দেওয়া হয়। জুনিয়র ন্যাশানাল সিলেক্টরের জন্য আবেদন করতে বলা হয়। বিসিসিআইয়ের তরফ থেকে ১৪ই এপ্রিল জানান হয় এই পদের জন্য পাঁচ জনকে নেওয়া হবে। ২৬শে এপ্রিল ছিল এই আবেদনের শেষ তারিখ। এ♉ই বিজ্ঞাপন দেখে নিজের নাম নতিভুক্ꦅত করলেন কাম্বলি।
তিনি জানিয়েছেন, ‘হ্যা আমি এই পদের জন্য আবেদন করেছি কারণ যে ক্রিকেট আমায় সবকিছু দিয়েছে সেই ভারতীয় ক্রিকেটককে আমি কিছু ফেরত দিতে চাই। আমি আ🔥মাদের দলের বেঞ্চের শক্তিকে আরও বাড়াতে চাই এবং আমি প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে বিসিসিআইকে সাহাজ্য করতে চাই।’
৪৯ বছরের এই প্রাক্তন ক্রিকেটার টেস্ট ক্রিকেটে দেশের হয়ে ১০৮৪ রান করেছেন, যাঁর মধ্যে রয়েছে ৪টি শতরান। এবং তিনি একদিনের ক্রিকেটে করেছেন ২৪৭৭ 🐲রান যারমধ্যে রয়েছে ১৪টি অর্ধশতরান ও এক জোড়া সেঞ্🌼চুরি। প্রথম সারির ক্রিকেটে তাঁর রেকর্ড হিংসে করার মতো। এই স্টাইলিশ বাঁ হাতি ব্যাটসম্যান ১২৯টি প্রথম সারির ক্রিকেটে করেছিলেন ৯৯৬৫ রান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।