ফর্মে নেই একেবারে। তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপ জেতানোর জন্য যে কোনও পর্যায়ে যেতে পারেন বলে জানালেন বিরাট কোহলি। ♎বিশ্ব ক্রিকেটের মহাতারকা স্পষ্টভাবে জানালেন, এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বি🧸শ্বকাপ জয়ের লক্ষ্যেই এগোচ্ছে টিম ইন্ডিয়া।
আগামী ২৭ অগস্ট থেকে এশিয়া কাপ শুরু হচ্ছে। রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সরকারি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের টুইটার অ্যাকাউন্টে তা স্মরণ করিয়ে দেওয়া হয়। বিরাটের বক্তব্যও তুলে ধরে স্টার স্পোর্টস কর্তৃপক্ষ। বিরাট বলেন, ‘ভারতকে এশিয়া কাপ এবং বিশ্বকাপ জি🔴ততে সাহায্য করাই হল আমার মূল লক্ষ্য। সেই লক্ষ্যপূরণে আমি দলের জন্য 🍬যে কোনও কাজ করতে তৈরি।’
আরও পড়ুন: রোনাল্ড♏ো-মেসির পরেই বিরাট!♍ কোহলির ইনস্টাগ্রাম পোস্টের আয় জানলে আপনিও চমকে যাবেন
♎সম্প্রতি একেবারেই ‘বিরাট’ ছন্দে নেই কোহলি। আর পাঁচজনের নিরিখে মোটামুটি গড় থাকলেও তিনি নিজে যে মানদণ্ড তৈরি করেছিলেন, তার নিরিখে চূড়ান্ত ছন্দহীনতায় ভুগছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ২০১৯ সালের নভেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে কোনও শতরান আসেনি। অর্থাৎ ৭৮ ইনিংসে তিন অঙ্কের সংখ্যা ছুঁতে পারেননি কোহলি। তবে শতরান না এলেও একটা সময় গুরুত্বপূর্ণ রান করছিলেন। যা সার্বিকভাবে গুরুত্বপূর্ণ হচ্ছিল।&nbs♚p;
আরও পড়ুন: কপিল দেবকে নয়, দল থেকে বিরাটকে বাদ দেওয়া ইস্যুতে পন্টিংকেই সমর্থন করলেন 🌞আগরকর
কিন্তু সম্প্রতি সেটাও হচ্ছে না। আইপিএলে ছন্দে ছিলেন না বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বা একদিনের সিরিজ - কোনওটাতেই রান পাননি। সেই পরিস্থিতিতে একটি মহলের তরফে তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে। তবে ভারতীয় বোর্ড যে 🐭এখনই সেই পথে হাঁটছে না, তা মোটামুটি বুঝিয়ে দেওয়া হয়েছে। এমনকী একাধিক রিপোর্ট অনুযায়ী, এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে ছন্দে ফেরাতে বিরাটকে জিম্বাবোয়ে সফরের দলে রাখা হতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।