শুভব্রত মুখার্জি: চলতি টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল সুপার -১২ পর্যায়ে তাদের প্রথম ম্যাচ ইতিমধ্যেই জিতে গিয়েছে। চার উইকেটে তারা হারিয়ে দিয়েছিল পাকিস্তান দলকে। বিরাট কোহলির অপরাজিত ৮২ রানের ইনিংস ভারতকে এক অনবদ্য জয় এনে দিয়েছিল। ২৭ অক্টোবর ভারত তাদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডস দলের♌ মুখোমুখি হবে। সিডনিতেই মুখোমুখি হবে দুই দল। তার আগেই নেদারল্যান্ডস দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস আশা প্রকাশ করলেন পাকিস্তানের বিরুদ্ধে যে 'অতিমানবিক' ইনꩲিংস বিরাট খেলেছেন তা তাদের বিরুদ্ধে খেলবেন না।
আরও পড়ুন… বাংলাদেশ মহিলা দলের নতুন কোচ হলেন শ্রীলঙ্কার প্রাক্তඣনဣ কিংবদন্তি হাসান তিলকারত্নে
বৃহস্পতিবার সিডনিতে মুখোমুখি হবে ভারত এবং নেদারল্যান্ডস দল। উল্লেখ্য নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট♍ এড💜ওয়ার্ডস জন্মসূত্রে অস্ট্রেলিয়ান। মেলবোর্নে তাঁর জন্ম হয়েছিল। পরবর্তীতে তারা নেদারল্যান্ডসে পাড়ি জমান। ভারত ম্যাচের আগে তাঁর স্পষ্ট বক্তব্য দলের থেকে অতিরিক্ত কিছু আমি আশা করছি না। তবে ছেলেদের কাছ থেকে তার একটাই আশা তারা যেন নিজেদের সেরাটুকু নিংড়ে দেন।
ম্যাচের আগে প্রেস কনফারেন্সে তিনি জানিয়েছেন, ‘আগে বিরাট যা করেছে তা অকল্পনীয়। আশা করব আমাদের বিরুদ্ধে ও এটা রিপিট করবে না। ভারতের বিরুদ্ধে ম্যাচে আমরা জিতব এমন আশা প্রায় কেউ করেন না। সেই কারণেই ম্যাচে নামার আগে খুব বেশি চাপে আমরা নেই। আমরা যে ব্র্যান্ডের ক্রিকেটটা খেলি সেখানে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়াটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের 'এ' গেম খেলাটা গুরুত্বপূর্ণ। যদি তা যথেষ্ট হয় তবে তাই হোক। যদি না হয় তব🍨েও কোন ক্ষতি নেই।’
আরও পড়ুন… জানেন কি ভারতীয় দলে জায়গা পাওয়ার জন্য কোন পন্থা অবলম্বন করেছিলেন সূর্যকু൲𒁃মার যাদব!
তিনি আরও যোগ করে বলেন, ‘বিশ্বকাপে খেলাটাই অনেক বড় ব্যাপার। বিশ্বকাপে খেলার স্বপ্ন সবসময়তে দেখতাম। এখানে বিশ্বের সেরা দলগুলোর বিরুদ্ধে খেলা যায়। যা অকল্পনীয়। তবে এটা নিয়ে আশাহত হয়েছি যে ওয়ানডে সুপার লিগের ম্যাচ নেই। আমাদের ডাচ টিভিতে কিছু ম্যাচ রয়েছে। যেটা আমাদের জন্য অভিজ্ঞতা সঞ𓆉্চয়ের একটা বড় জায়গা।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।