টি-২০ বিশ্বকাপের আবহে ব্যাট-বলে🍰র উত্তেজক লড়াই দিয়ে শুরু হল মেয়েদের বিগ ব্যাশ লিগের নতুন মরশুম। উদ্বোধনী ম্যাচে শেষ꧋ ওভারের থ্রিলারে ব্রিসবেন হিটকে পরাজিত করে সিডনি সিক্সার্স।
রে মিচেল ওভালে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ব্রিসবেন হিট। ত🔯ারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪১ রান তোলে। জর্জিয়া রেডমাইন ৪৯, জর্জিয়া ভল ৩২, অ্যামেলিয়া কের ඣ১৯ ও চার্লি নট ২১ রান করেন।
মেটলান ব্রাউন ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ২৭ রানে ২টি উইকেট নেন এল🥂িস পেরি। ১টি উইকেট নেন꧃ সোফি একলেস্টোন। উইকেট পাননি অ্যাশলেই গার্ডনার।
পালটা ব্যাট করতে নেমে সিডনি সিক্সার্স ১৩৭ রানে ৬ উইকেট হারিয়ে বসে। জয়ের জন্য ম্যাচের শেষ ২ বলে ৫ রান দরকার ছিল তাদের। আট নম্বরে ব্যাট করতে নেমে ব্রাউন প্রথম বলেই ছক্কা মেরে দলকে জয় এনে দেন। ১৯.৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৩ রান তুলে ম্যাচ জেতে সিক্সার্স। ১ বল বাকি থাকতে ৪ উইকেটের উত্তেজক জয়🔜 ছিনিয়ে নেয় তারা।
এলিস পেরি ও এরিন বার্💯নস হাফ-সেঞ্চুরি করেন। পেরি ৫৫ ও বার্নস ৫০ রান করে মাঠ ছাড়েন। ১০ রান করেন একলেস্টোন। ব্যাট হাতে নজর কাড়তে পারেননি অ্যালিসা হিলি (০), সুজি বেটস (৪) ꦆও গার্ডনার (২)।
ব্রিস⛎বেনের হয়ে ২টি করে উইকেট নেন জেস কের ও জেস জোﷺনাসেন। উইকেট পাননি অ্যামেলিয়া কের। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন পেরি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।