সোমবার জাতীয় গেমসে🐼 বিরাট সাফল্য পেল বাংলা। টেবিল টেনিসের টিম ইভেন্টে জোড়া স্বর্ণপদক এল ঝুলিতে।পুরুষ ও মহিলা দুই বিভাগেই সোনা জিতল বাংলা। দুই বিভাগেই বাংলার দল পরাজিত করে শক্তিশালী মহারাষ্ট্রকে। মহিলাদের বিভাগে বাংলা জয় পায় ৩–১ ব্যবধানে । অন্যদিকে, পুরুষদের বিভাগে ৩–০ ব্যবধানে জয় আসে। শক্তিশালী মহারাষ্ট্রকে হারিয়ে মৌমা, সৌরভরা বুঝিয়ে দিলেন জাতীয় স্তরে এখনও ফুরিয়ে যায়নি বাংলা।
গ্রুপ পর্বে মহারাষ্ট্রের কাছে ৩-০ ফলে হেরেছিল পুরুষদের দল। তাই তারা ঠিক করেই নিয়েছিলেন বদলাটা ফাইনাল ম্যাচে নেবেন। করলেন ঠিক সেটাই। হাজারটা প্রতিকূল অবস্থার মধ্যেও দাপটের সঙ্গে মহারাষ্ট্রকে উড়িয়ে দিলেন অনির্বাণ ঘোষ, আকাশ পাল, সৌরভ সাহা, রনিত ভঞ্জ, অনিকেত সেন চৌধুরীরা। প্রথম সিঙ্গলসে অনির্বাণ হারান যশ মোদীকে। দ্বিতীয় সিঙ্গলসে জয় পান আকাশ পাল। তৃতীয় সিঙ্গলসে জিতে স্বর্ণপদক নিশ্চিত করেন সৌরভ। রণিত এবং সৌরভ সোমবার ভোরে দলের সঙ্গে যোগ দেন। রবিবার রাতে জার্মান থেকে দিল্লি ফেরেন তাঁরা, তারপর সেখান থেকে উত্তরাখণ্ড🌄। এরপরেও খেলতে নেমে এমন দাপট! সত্যিই তা প্রশংসার দাবি রাখে।
🌌জয়ের পর সৌরভ বলেন, ‘এই একটা জয় সব ক্লান্তি দূর করে দিয়েছে। আমরা বাংলার হয়ে সেভাবে খেলার সুযোগ পাই না। রাজ্যকে চ্যাম্পিয়ন করার অনুভূতিটা দারুন। গতবার একটুর জন্য সোনা হাতছাড়া হয়েছিল। সেই আক্ষেপটা মিটে গেল।’
অন্যদিকে ছেলেদের আগেই সোনা নিশ্চিত করেছিল মেয়েরা। প্রথম সিঙ্গলসে সুতীর্থা মুখোপাধ্যায় মহারাষ্ট্রের⛦ স্বস্তিকা ঘোষকে পরাজিত করেন। এরপর, ঐহিকা মুখোপাধ্যায় মহারাষ্ট্রের দিয়া পরাগ চিতালের কাছে পরাজিত হন। তৃতীয় সিঙ্গলসে পয়মন্তী বৈশ্য বাংলা দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। ফিরতি সিঙ্গলসে স্বস্তিকাকে হারিয়ে বাংলার সোনা জয় নিশ্চিত করেন ঐহিকা ।
টিম কম্বিনেশনের কারণে ফাইনালে ছিলেন না মৌমা দাস🅠। তিনি বলেন, ‘জাতীয় গেমসে আমরাই সেরা দল। সিনিয়র, জুনিয়র মিলিয়ে অসাধারণ কম্বিনেশন আমাদের। দলের প্রত্যেকেই দাপট দেখিয়েছে। বাংলার প্যাডলাররাই যে সেরা সোনা জয়ের মাধ্যমে সেটাই প্রমাণিত হল। ফাইনালে প্রতিপক্ষ হিসাবে মহারাষ্ট্র শক্তিশালী ছিল। লড়াইটা সহজ ছিল না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।