গত বারের ফাইনালেরই পুনরাবৃত্তি হতে চলেছে এই বারও। দলীপ ট্রফির ফাইনালে এবার মুখোমুখি পঞ্চিমাঞ্চল এবং দক্🧸ষিণাঞ্চল। দক্ষিণাঞ্চলেꦑর সামনে এবার বদলা নেওয়ার পালা। গত বার দক্ষিণাঞ্চলকে ২৯৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল পশ্চিমাঞ্চল। পারবেন মায়াঙ্ক আগরওয়াল, তিলক বর্মারা এবার শোধ নিতে?
এবারের ফাইনাল নিয়ে এই দুই দল মোট ১৩ বার মুখোমুখি হতে চলেছে। এর আগের ১২ বার যখন তাদের সাক্ষাৎ হয়েছে, তখন পশ্চিমাঞ্চল জিতেছে ৭ বার। আর ꦓ৪ বার জিতেছে দক্ষিণাঞ্চল। এক বার ট্রফি ভাগাভাগি হয়েছে। গত ৩৬ বছরে দুই দল মোট ৩বার দলীপ ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছে। সবকটিই পশ্চিমাঞ্চল জিতেছে।
আরও পড়ুন: PSL-এ বাবরের সঙ্গে ঝগড়া নিয়ে আমিরকে বোঝানোর আফ্রিদির দাবিকে নসাৎ 🥀করলেন তারকা পেসার
শনিবার দলীপ ট্রফির ফাইনালে ওঠাটা দক্ষিণাঞ্চলের জন্য শুধুমাত্র সময়ের অপেক্ষা থাকলেও, বৃষ্টিতে ম্যাচ কিছুটা দেরীতেই শেষ হয়। শেষ পর্যন্ত উত্তরাঞ্চল🅷কে ২ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় দক্ষিণাঞ্চল। মাঝে বৃষ্টি বাধ সেধেছিল। খেলা ভেস্তে গেলে কপালে অবশ্য দুঃখ ছিল দক্ষিণাঞ্চলেরই। কারণ ম্যাচ ড্র হলে, প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে চলে যেত উত্তরাঞ্চল। তবে সে রকম কোনও কিছু ঘটেনি। চা-বিরতির পর বৃষ্টি থামলে খেলাও শুরু হয়। এবং উত্তরাঞ্চলকে হারিয়েই ফাইনালে পৌঁছয় দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে পিছিয়ে থাকার পরেও, নিঃসন্দেহে এই জয় বড় প্রাপ্তি ছিল দক্ষিণাঞ্চলের কাছে।
আরও পড🥂়ুন: পন্ত এখন কতটা সুস্থ? NCA-তে তারকা কিপারের সঙ্গে দেখা করে আপডেট দিলেন ক্রিকেট কর্তা
পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে দলীপ ট্রফির সেমিফাইনালে মধ্যাঞ্চলের জয়ের সম্ভাবনা প্রায় ছিলই না। শেষমেশ প্রকৃতি শেষ দিনের খেলা নির্বিঘ্নে সম্পন্ন হতেও দেয়নি। চায়ের বিরতির পরে দিনের শেষ সেশনের খেলা ভেস্তে যায় বৃষ্টিতে। ফলে ম্যাচ ড্র ঘোষিত হয়। এক্ষেত্রে প্রথম ইনিংসের ৯২ রানের লিডটাই পশ্চিমাঞ্চলকে চলতি দলীপ ট্রফির ফাইনালের টিকিট এনে দেয়। নিয়ম মতো প্রথম ইনিংসে এগিয়ে থাকায় খেꦜতাবি লড়াইয়ের টিকিট হাতে পান চেতেশ্বর পূজারারা।
ম্যাচ শেষে পৃথ্বী শ' জানিয়েছেন, তিনি কোনও দিনও নিজের আগ্রাসী ভঙ্গি পরিবর্তন করবেন না। পৃথ্বী বলেছেন, ‘আমার মনে 🐻হয় না, ব্যাটিংয়ের ধরনে কোনও রকম পরিবর্তন আনতে হবে। আমি কোনও দিনও চেতেশ্বর পুজারা স্যারের মতো ব্যাট করতে পারব না। সে রকমই পুজারা স্যারও কখনও আমার মতো ব্যাট করবে না। ভারতীয় দলে ফিরে আসার জন্য প্রত্যেকটি ইনিংসই এখন আমার কাছে গুরুত্বপূর্ণ। একটি ইনিংসও হাল্কা ভাবে নিলে চলবে না। দলীপ ট্রফিই হোক কি মুম্বই জার্সিতে, প্রত্যেক ম্যাচে রান করে যেতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।