Wrestling Federation of India Suspension Lifted: ভারতের উপর আরোপিত অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিশ্ব কুস্তির সর্বোচ্চ সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW)। কিন্তু একই সঙ্গে প্রতিবাদী কুস্তিগীর বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট এবং সাক্ষী মালিকের বিরুদ্ধে বৈষম্যমূলক ব্যবস্থা না নেওয়ার জন্য জাতীয় ফেডারেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI) যথাসময়ে নির্বাচন পরিচালনা করতে ব্যর্থ হওয়ায় গত বছরের ২৩ অগস্ট তাদের স্থগিত করেছিল ইউডব্লিউ🀅ডব্লিউ।
আদেশে বলা হয়েছে কোনও কু🎶স্তিগীরের প্রতি কোনও𒆙 বৈষম্য নয়-
বিশ্ব সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘UWW ব্যুরো ৯ ফেব্রুয়ারি স্থগিতাদেশ পর্যালোচনা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করে এবং সমস্ত তথ্য বিবেচনা করার পরে, স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।’ বিবৃতিতে বলা হয়েছে, ‘WFI অবিলম্বে UWW-কে একটি লিখিত গ্যারান্টি দিতে হবে যে সমস্ত WFI প্রতিযোগিতা, বিশেষ করে অলিম্পিক গেমস ট💯্রায়াল এবং অন্যান্য বড় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনও বৈষম্য ছাড়াই কুস্তিগীরদের নির্বাচন করা হবে।’
বিবৃতি অনুসারে, ‘যে সমস্ত খেলোয়াড়দের সঙ্গে বৈষম্য করা হবে না তাদের মধ্যে সেই তিনজন কুস্তিগীরও রয়েছে যারা প্রাক্তন সভাপতির (ব্রিজ ভূষণ শরণ সিং) কথিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন।’ গত বছরের ডিসেম্বরে WFI নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। যাতে প্রাক্তন সভাপত♔ির ঘনিষ্ঠ সঞ্জয় সিংকে নতুন প্রধান নির্বা🐻চিত করা হয়েছে।
ভারতীয় রেসলিং ফেডারেশনকে সাসপ๊েন্ড করেছে ক্রীড়া মন্ত্রক
তবে জাতীয় ক্রীড়া বিধি লঙ্ঘনের অভিযোগ এনে কয়েকদিন পর ফেডারেশনকে স্থগিত করে ক্রীড়া মন্ত্রণালয়। এরপর দেশে কুস্তি পরিচাল♒নার জন্য একটি অ্যাড-হক কমিটি গঠন করা হয়। WFI অবশ্য ক্রীড়া মন্ত্রকের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। মঙ্গলবার বিশ্ব সংস্থার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সঞ্জয় সিং।
সঞ্জয় সিং পিটিআইকে বলেছেন, ‘এড-হক কমিটির আর কোনও গুরুত্ব নেই কারণ আমরা বিশ্ব সংস্থা থেকে স্বীকৃতি পেয়েছি। এটি অলিম্পিকের বছর এবং আমরা শীঘ্রই ট্রায়াল আয়ো꧃জন করব। আমি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যে কোনও রেসলারের ভবিষ্যত নষ্ট করা হবে না।’
প্রতিবাদী কুস্তিগীরদের চিঠি লিখবেন সঞ্জয় সিং
অন্য একটি WFI সূত্র জানিয়েছে যে কোনও কুস্তিগীরের সঙ্গে বৈষম্য করা হবে না এবং সঞ্জয় সিং শীঘ্রই তিন প্রতিবাদী কুস্তিগীরকে পুনর্মিলনের জন্য একটি চিঠি লিখবেন। সঞ্জয় সিং বলেন♛, ‘এই তিন কুস্তিগীরের বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই।♑’ কুস্তিগীররা প্রাক্তন WFI প্রেসিডেন্টের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ এনে প্রতিবাদ করেছিলেন। এর পর ভারতীয় ফেডারেশন স্থগিত হয়ে যায়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।