ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে হারের অদ্ভুত কারণ দেখালেন পাকিস্তান ক্রিকেট দলেরꦇ প্রধান কোচ সাকলিন মুস্তাক। সাকলিনের আজব বক্তব্য শুনে নেট পাড়ায় বিতর্কের ঝড় উঠেছে। সাত ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তান দলকে ৬৩ রানের বড় ব্যবধানে হারের মুখে পড়তে হয়েছে। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড দল পাকিস্তানের বিরুদ্ধে ২২২ রানের পাহাড় সমান টার্গেট তোলে। যা তাড়া করতে ব্যর্থ হয় বাবর আজমের দল। একইসঙ্গে এই হারের পর দলের প্রধান কোচ এমন একটি বক্তব্য দিয়েছেন, যা শুনে ভক্তরা সমালোচনার ঝড় তুলেছেন।
আরও পড়ুন… ভিডিয়ো: বোল্ড হলেন ফিঞ্চ, মাটিতে পড়লেন স্মিথ! দেখুন বুমরাহের বিষাক্ত ইয়র🎶্কার
আসলে, একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ভাইরাল হচ্ছে। এদিনের ম্যাচ হেরে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ সাকলিন মুস্তাক জয়-পরাজয়কে দিন রাতের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘দিন-রাত্রি, তাপ-ঠাণ্ডা, জীবন-মৃত্যু এসবই প্রকৃতির নিয়ম। ঠিক এই নিয়মেই খেলা চলে। জয় পরাজয় থাকবেই। আমাদের এটি গ্রহণ করতে হবে এবং আম👍রা তা করি। এটা স্বাভাবিক, আমরা কি করতে পারি?’
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে হারের পর সাকলিন মুস্তাকের এই বক্তব্য শোনার পর, ভক্তরা তাঁকে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ডভাবে ট্রোল করতে থাকেন। আসলে যদি কোনও দল কোন ম্যাচ হারে তাহলে সেক্ষেত্রে দলের বোলিং কিমবা ব্যাটিং কিমবা ফিল্ডিং-এর কোনও খামতি থাকে। যদিও সেটা না হয় তাহলে প্রতিপক্ষ দারুণ ভাবে খেলেছে এই যুক্তিও দিতে শোনা যায়। কিন্তু ম্যাচ হারের পরে দলের প꧙্রধনাম কোচের এমন যুক্তি ভক্তরা কিছুতেই মানতে পারছেন🉐 না।
আরও পড়ুন… জানেন কেন চট করে রেগে যান না মহেন্♒দ্র সিং ধোনি? ‘ক্যাপ্টেন কুল’ জানালেন এর আসল রহস্য
সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী হয়েছဣিল। দ্বিতীয় টি-২০তে বড় ব্যবধানে জয় পেয়ে সিরিজে সমতা ফির꧟িয়েছিল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল। কিন্তু তৃতীয় টি-২০তে বাবর-রিজওয়ান জুটি ব্যর্থ হতেই ম্যাচ জেতা আর হল না পাকিস্তানের। ৬৩ রানের বড় ব্যবধানে বাবর বাহিনীকে হারিয়ে সিরিজে লিড নিল ইংল্যান্ড দল। করাচিতে জিতে ৭ ম্যাচের সিরিজে আপাতত ২-১ ফলে এগিয়ে গেল ইংল্যান্ড দল। এদিন ব্যাট হাতে দুরন্ত খেলেন হ্যারি ব্রুক এবং বেন ডাকেট। আর বল হাতে কিপ্টে বোলিং করার পাশাপাশি ৩টি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের জয়ের পথ সুগম করেন মার্ক উড।
এদিন পাকিস্তান টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তিন উইকেটের বিনিময়ে স্কোর বোর্ডে ২২১ রান তোলে। ৩৫ বলে অপরাজিত ৮১ রানের ইনিংস খেলেন হ্যারি ব্রুক। বেন ডাকেট করেন ৪২ বলে অপরাজিত ৭০ রান। জবাবে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে বিনিময়ে ১৫৮ রান তোলে পাকিস্তান। ৬৩ রানে 𝔉পরাজিত হয় পাকিস্তান দꦺল। এই হারের কারণ সকলেই জানেন যে বাবর-রিজওয়ানের ব্যর্থতা। কিন্তু এই তথ্যটাই মানতে চাননি সাকলিন মুস্তাক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।