লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন ভারতের ফাস্ট বোলার ঝুলন গোস্বামী। মিতালি রাজ, হরমনপ্রীত কাউর থেকে শুরু করে তাঁর কিছু ঘনিষ্ঠ সতীর্থরা ঝুলনের অবসরের দিন আবেগপ্রবণ। সেই সঙ্গে নস্ট্যালজিকও বটে। হরমন অবশ্য নিজেরবড় ব🐭োনের মতো দেখেন ঝুলনকে🌼। আর মিতালি রাজের কাছে ঝুলন খুব ঘনিষ্ঠ কাছের বন্ধু। যার সঙ্গে তিনি তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন।
ঝুলনের অবসরের আগেই মিতালি রাজও ২২ গজকে বিদায় জানিয়েছেন। হিন্দুস্তান টাইমস-এ একটি এক্সক্লুসিভ কলামে মিতালি লিখেছেন, তাঁর আর ঝুলনের প্রথম সাক্ষাতে🥀র কথা। তাঁদের একসঙ্গে পথ চলার কথা। আন্তঃ-জোনাল অনূর্ধ্ব-১৯ ম্যাচে প্রথম দেখা দুই তারকার। ইস্ট জোন এবং সাউথ জোনের ম্যাচে রোগা, ছিপছিপে ঝুলুকে প্রথম বার বল করতে দেখেছিলেন মিতালি।
আরও পড়ুন: ‘ভালো সময়ে সবাইকে পেয়েছি, খারাপ সময়ে একা ঝ💃ুলনদি পাশে ছিল', অকপট হরমনপ্🌺রীত
প্রাক্তন ভারত অধিনায়ক লিখেছেন, ‘আমার মনে আছে, যখন আমি প্রথম দেখলাম, তখন রোগা, ছিপছিপে ঝুল্লু আন্তঃ-জোনাল অনূর্ধ্ব-১৯ ম্যাচে ইস্ট জোন এবং সাউথ জোনের মধ্যে ভালো গতিতে বোলিং করছে।🌌 ও আমাকে দ্বিতীয় বলে ক্লিন বোল্ড করে দিল। আমি তখন ভারতের হয়ে খেলেছি এবং কলকাতার এই মেয়েটি আমার উইকেট কেড়ে নেয়।’
তিনি আরও লিখেছেন যে, ঝুল্লু এবং অমিতা শর্মা তাঁর গ্যাংয়ের অংশ ছিল এবং তাঁরা সব সময়ে কিছু না কিছু করতেই থাকতেন। তিনি লিখেছেন, ‘একটা সময় ছিল যখন🌊 আমরা নিরাপত্তার বেষ্টনী ছাড়াই সিরিজ চলাকালীন এখানে-সেখানে ঘুরে বেড়াতাম। একবার আমি কলকাতায় ওর বাড়িতে গিয়েছিলাম এবং আমার মনে আছে, সমস্ত বাঙালি খাবার এবং মিষ্টি খাওয়া হয়েছিল। ঝুলুর সাথে সেই সহজ সময়গুলো সব সময়েই বিশেষ হয়ে থাকবে।’
আরও পড়ুন🍬: লর্ডসে মানকাডিংয়ের সাহস বাংলা൲র দীপ্তির! ঝুলনের শেষ ম্যাচে লজ্জাজনক, বলছেন নাসের
৩৯ বছর বয়সী ঝুলন গোস্বামীকে ইংল্যান্ডে তিনটি ওডিআইয়ের জন্য ভারতীয় দলে রাখা হয়েছিল। যদিও জুলাইয়ে শ্রীলঙ🍸্কায় 💛অনুষ্ঠিত ৫০ ওভারের সিরিজে তিনি দলের সদস্য ছিলেন না। এটা বেশ স্পষ্ট যে, টিম ম্যানেজমেন্ট ঝুলন গোস্বামীর সঙ্গে ভবিষ্যতের দিকে তাকানোর এবং তরুণ বোলারদের স্বাগত জানানোর কথা বলেছিল, যাঁরা বিভিন্ন ফর্ম্যাটে দলের প্রতিনিধিত্ব করতে পারে। মোদ্দা কথা, টিম ম্যানেজমেন্টই তাঁকে অবসর নেওয়ার কথা বলে। এবং তার জন্য এই সিরিজে ঝুলনকে সুযোগ দিয়ে তাঁর ফেয়ারওয়েল সিরিজ করে দেয়।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে চলতি বছরের মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে শেষ বার দেখা গিয়েছিল ঝুলন গোস্বামীকে। বোর🍷্ডের একজন কর্মকর্তা মারফত জানা গিয়েছে, বিসিসিআই তাঁকে যথাযথ বিদায় দিতে আগ্রহী ছিল। কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের চূড়ান্ত গ্রুপ খেলার আগে সাইড স্ট্রেনের কা🔯রণে ঝুলন মাঠে বিদায় জানাতে পারেননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।