দ্বিতীয় টেস্টেও ব্যাকফুটে বাংলাদেশ। প্রথম ইনিংসে বড় রানের লিডের পথে ওয়েস্ট ইন্ডিজ। কাইল মায়ের্সের সেঞ্চুরির সৌজন্যে দ্বিতীয় দিনের শেষে ইতিমধ্যে ১০৬ রানের লি🐈ড পেয়েছে ক্যারিবিয়ানরা। হাতে এখনও ৫ উইকেট রয়েছে। স্বাভাবিক ভাবেই মারাত্মক চাপে শাকিব আল হাসান꧑ের টিম।
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম দিনেই তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২৩৪ রানে। লিটন দাস (৫৩) এব✤ং তামিম ইকবাল (৪৬) ছাড়া বাকিরা কেউই তেমন প্রতিরোধ গড𓄧়তে পারেননি। আধিনায়ক শাকিব ৮ রান করে আউট হন।
ওয়েস্ট ইন্ডিজের জয়ডেন সিলস এবং আলজারি জোসেফ ৩টি করে উইক꧑েট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ফিলিপ এবং কাইল মায়ের্স।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিনের শেꦚষে তাদের প্রথম ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৬৭ রান তুলেছিল। দ্বিতীয় দিনে শেষে তাদের সং🀅গ্রহ ৫ উইকেটে ৩৪০ রান।
আরও পড়ুন: ফের ব্যাটিং ব্যর্থতায় ২৩৪ শেষ বাংলাদেশ ইনিংস, তাও আশার আলো দেখছেন ব্🍒যাটিং কোচ
আরওಞ পড়ুন: অসহায় আত্মসমর্পণ শাকিবদের, ‘৭ ওভারেই’ বাংলাদেশকে হারিয়ে দিল 𒀰ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ক্রেগ ব্রাথওয়েট ৫১, জন ক্যাম্পবেল ৪৫ করে আউট হন। এ ছাড়া রেমন রেইফার করেন ২২ রান। এনক্রুমাহ বোনার অবশ্য ডাক করে সাজঘরে ফেরেন। জারমেইন ব্ল্যাকউড ৪০ করে আউট হন। তবে দলের হাল শক্ত হাতে ধরে রেখেছেন কাইল মায়ের্স। তিনি ১৮০ বলে ১২৬ করে অপরাজিত রয়েছেন। তাঁর ইনিংসে রয়েছে ১৫টি চার এবং দু'টি ছয়। 🅺এ ছাড়া জোসুয়া দ্য সিলভা ২৬ রান করে ক্রিজে রয়েছেন। হাতে ৫ উইকেট থাকায় তৃতীয় দিন নিঃসন্দেহে আরও লিড বাড়াবে ওয়েস্ট ইন্ডিজ। তাই বাংলাদেশ যদি তৃতীয় দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজকে ধাক্কা দিতে না পারে, তবে তার খেসারতও দিতে হবে শাকিবদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।