শুভব্রত মুখার্জি: নাটিংহ্যামে মহিলাদের প্রথম এবং একমাত্র অ্যাশেজ টেস্ট একেবারে জমে উঠেছে। শতরানের পাল্টা শতর🍬ান, নজিরের পাল্টা নজিরের খেলাতে জমে উঠেছে এই মহিলা অ্যাশেজ।
দ্বিতীয় দিনের শেষে অজিদেরকে কড়া টক্কর দিচ্ছে ইংল্যান্ড। অ্যানাবেল সাদারল্যান্ডের নজির গড়া শতরানের জবাব আর এক নজির গড়া শতরান করে ফেললেন ট্যামি বিউমনಞ্ট। দিনের শুরুতে মহিলাদের অ্যাশেজ জমে যায় অ্যানাবেল সাদারল্যান্ডের শতরানে। তাঁর শতরানে ভর করেই প্রথম ইনিংসে বড় রাꦚন করেছে অস্ট্রেলিয়া।
জবাবে ট্যামি বিউমন্ট✅ ইংল্যান্ডের হয়ে শতরান করে লড়াই জারি রেখেছেন।প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৭৩ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ২১৮-২। তারা আপাতত পিছিয়ে ২৫৫ রানে। ক্রিজে অপরাজিত রয়েছেন বিউমন্ট। তাঁর স্কোর ১০০। অন্যদিকে ন্যাট স্কিভার ব্রান্ট ৪১ রানে অপরাজিত রয়েছেন।
আরও পড🎀়ুন: জাতীয় দলে ফের ব্রাত্য,‘লক্ষ্য’ গানের সঙ্গে ছবি পোস্ট করে বড় বার্তা সরফরাজের
দিনের শুরুতে অর্থাৎ শুক্রবার ৩২৮-৭ স্কোর নিয়ে🔥 খেলা শুরু করে অজিরা। অষ্টম উইকেটে ৪৭ রানের জুটি গড়েন সাদারল্যান্ড এবং অ্যালানা কিং। ব্যক্তিগত ২১ রানের মাথায় কিং আউট হন। নবম ব্যাটার গার্থের সঙ্গে জুটি বাঁধেন কিম। ইংরেজ বোলারদের উপর চাপ বাড়াতে মারকাটারি খেলা চালিয়ে যান সাদারল্যান্ড। শতরান করেন তিনি। গার্থ ২২ রানে আউট হন। পরের ব্যাটার ডার্সি ব্রাউন পাঁচ রান করেন। সাদারল্যান্ড অপরাজিত থাকেন ১৩৭ রানে।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৭৩ রানের জবাবꩲ ২২ গজে দিচ্ছেন বিউমন্টরা। অ্যাশেজের ইতিহাসে নবীনতম ক্রিকেটার হিসেবে শতরানের নজির গড়েন সাদারল্যান্ড। জবাবে ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে তিন ফর্ম্যাটেই শতরানের নজির গড়েন ট্যামি বিউমন্ট। এছাড়াও এই নজির রয়েছে হিথার নাইটের। ইংল্যান্ডের পুরুষ এবং মহিলা ক্রিকেট ধরলে এই নজির রয়েছে ডেভিড মালান এবং জস বাটলারেরও।
ইংল্যান্ডের দুই ওপেনার এমা ল্যাম্ব এবং বিউমন্ট খেলেন নিজেদের ছন্দেই। ল্যাম্বকে ফেরান শতরানকারী সাদারল্যান্ডই। এর পর বিউমন্টের সঙ্গে জুটি বাঁধেন ইংরেজ অধিনায়ক হিথার নাইট। দু’জনে দ্বিতীয় উইকেটে ১২৫ রানের জুটি গড়েন। ১৫১ রানের মাথায় ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন হয়। অ্যাশলে গার্ডনারের বলে নাইট ক্যাচ আউট হয়ে যান অজি উইকেটকিপার হিলির হাতে। তৃতীয় উইকেটে বিউমন্টের সঙ্গে জুটি বাঁধেন ব্রান্ট। সেই জুটি এখনও পর্যন্ত দ্বিতীয় দিনের খেলা শেষে অবিচ্ছেদ্য। এই জুটিতে উঠে গিয়েছে ৬৭ রান। অজিদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন সাদারল্যান্ড এবং গার্ডন𓆏ার। দিনের শেষে ১৬ টি চারের হাত ধরে আপাতত ১০০ রানে অপরাজিত বিউমন্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।