শুভব্রত মুখার্জি: ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মহিলা সিনিয়র ক্রিকেট দল একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল অ্যাশেজের একমাত্র টেস্টে। প্রথম কয়েকদিন দুই দলের মধ্যে একেবারে সমানে সমানে লড়াই হয়। কিন্তু একেবারে শেষে এসে বাজিমাত করল অস্ট্রেলিয়া দল। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তাদের স্পিন বোলিং অল-রাউন্ডা🎶র অ্যাশ গার্ডনারের দুরন্ত বোলিং পারফরম্যান্সে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় নিশ্চিত করল তারা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ব্যাটার ট্যামি বিউমন্টের করা দুরন্ত দ্বিশতরানের ইনিংস সত্ত্বেও ম্যাচ জেতা তো দূর, ম্যাচ বাঁচাতেও পারল না ইংল্যান্ড।
২৬৮ রানের জয়ের লক্ষ্যমাত্রা ছিল ইংল্যান্ডের সামনে। এদিন তারা খেলা শুরু করে ৫ উইকেটে ১১৬ রান নিয়ে। ক্রিজে ছিলেন ড্যানি ওয়াট এবং কেট ক্রস। ড্যানি ওয়াট এদিন লড়াকু শতরান করে বিপক্ষ শিবিরে লড়াইটা পৌঁছে দেন। তবে উল্টোদিক থেকে ব্যাটাররা তাঁকে সেইভাবে সাহায্য করতেই পারেনি। যার ফল ভুগতে হয় ইংল্যান্ডকে। অ্যাশ গার্ডনারের দুরন্ত বোলিং স্পেলে ইংল্যান্ডের সমস্ত লড়াই ভেস্তে যায়। ফলে একমাত্র মহিলা অ্যাশেজের টেস্টটি অজিরা ৮৯ রানে জিতে যা🔯য়। অফ স্পিনার গার্ডনারের স্পিনের ভেল্কিতে মাত খেতে হয় বিউমন্টদের।
♒আরও পড়ুন:- ICC CWC Qualifier 2023: আইপিএলের মেজাজে ডাচদের বিরুদ্ধে ধ্বংসাত্মক শতরান পুরানের
চতুর্থ দ🅷িনেই গার্ডনার তিনটি উইকেট তুলে নিয়েছিলেন। আর এদিন দিনের শুরুতেই ত♍াঁর বলে মাত্র ১৩ রান করে ক্যাচ আউট হয়ে ফেরেন ক্রস। এরপর মাত্র চার রান করা অ্যামি জোন্সকে প্যাভিলিয়নে ফেরান গার্ডনার। অ্যাশকে এগিয়ে গিয়ে মারতে গিয়ে স্ট্যাম্প আউট হয়ে যান জোন্স।
এরপর সোফি একেলস্টোন আউট হয়ে যান ১০ রানে। তাঁর উইকেটটি অবশ্য গার্ডনার নেননি। তবে এর পরেই লরেন ফিলারকে শূন্য রানে বোল্ড আউট করে ফেরান তিনি। ড্যানি ওয়াটকে ৫৪ রানে এলবিডব্লিউ আউট করে ইংল্যান্ডে✅র দ্বিতীয় ইনিংসে আটটি উইকেট তুলে নিয়ে অজিদের জয় নিশ্চিত করেন গার্ডনার। দ্বিতীয় ইনিংসে ৬৬ রান দিয়ে আট উইকেট নে💛ন তিনি। ম্যাচে তিনি ১৬৫ রান দিয়ে নিয়েছেন ১২টি উইকেট।
অজি মহিলা দলের হয়ে এই দুটি পরিসংখ্যান হল নজির গড়া পরিসংখ্যান। এই জয়ের ফলে অজিরা চারটি পয়েন্ট তুলে নিয়ে অ্যাশেজ ট্রফি ধরে﷽ রাখার দিয়ে একধাপ এগিয়ে গেল। এরপর তিনটি টি-২০ ম্যাচের সিরিজে মুখোমুখি হবে এই দুই দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।