ভারতের তারকা মহিলা বক্সার নিখাত জারিন নিজের নামে আরও একটি কীর্তি গড়লেন। তিনি টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। নিখাত ভিয়েতনামের নগুয়েন থি ট্যামকে ৫-০ হারিꩵয়ে এই কৃতিত্ব অর্জন করলেন। রবিবার, ২৬ মার্চ দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে তাঁর জন্য গর্বিত হল ভারত। গত বছরের ম൩ে মাসেও এই টুর্নামেন্টে সোনা জিতেছিলেন নিখাত জারিন।
নিখাতের আগেও স্বর্ণপদক প্রত্যাশিত ছিল এবং সে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করে দেশের জন্য পদক জিতেছেন ভারতের মহিলা বক্সার। ফাইনাল ম্যাচে নিখাত শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করেন। প্রথম রাউন্ডেই এগিয়ে যান তিনি। এর পরে, তিনি দ্বিতীয় রাউন্ডেও নিজের লিড অব্যাহত রাখেন এবং তৃতীয় রাউন্ডে, ভিয়েতনামের বক্সারক❀ে দারুণ ভাবে প্রহার করেন। এরপর 💫ভিয়েতনামের এই বক্সারের অবস্থা জানতে ম্যাচ বন্ধ করে দেন রেফারি। এখান থেকেই নিখাতের জয়ের সিদ্ধান্ত হয়। শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানে ম্যাচ জিতে নেন নিখাত জারিন।
আরও পড়ুন… Swiss Open Badminton: 🍃ফাইনালে চিনা জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন সাত্ত্বিক-চিরাগ
মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত তিনটি স্বর্ণপদক জিতেছে। প্রথমত, নীতু ঘঙ্গাশ ৪৫-৪৮ কেজি ওজন বিভাগে দেশের হয়ে স্বর্ণপদক জিতেছিলেন। এরপর ৭৫-৮১ কেজি বিভাগে স্বর্ণপদক 𒁏জিতেছেন সুইটি বুরা। এখন ৪৮-৫০ কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন নিখাত জারিন। নিখাতের পর লভলিনা বরগোঁহাই ফাইনাল জিতে এই প্রতিযোগিতায় দেশকে চতুর্থ সোনা উপহার দিতে পারেন।
দেখে নিন নিখাত জারিন প্রাপ্য-
২০১১ সা♔লে মহিলা জুনিয়র যুব বিশ্ব বক্সিং চ্যাম্পিয়🌟নশিপ জিতেছেন
২০১৪ যুব বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সিলভার পদক জিতে♎ছেন
২০১৪ সালে নেশন্স কাপ আন্তর্জ༒াতিক বক্সিং টুর্নামেন্ট জিতেছেন
২০১৫ সাཧলে সিনিয়র মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতেছেন
২০১৯ সালে থাইল্যান্ড ওপেনে রৌপ্য এবং স্ট্রানজা বক্সিং টুর্নামেন্টে স🥃োনা জিতেছ𒁏েন
আরও পড়ুন… Women’s World Championship-এ ৪ রুপো নিশ্ꦐচিত ভারতের, ফাইনালে নিখাত, লভলিনা, নিতু, সুইটি