রবিবার (২২ অগস্ট) কেনিয়ার নাইরোবিতে বিশ্ব অ্যাথলেটিক্স অনুর্ধ্ব ২০ চ্যাম্🙈পিয়নশিপে চারটি পদকের সুযো🍒গ ছিল। প্রথমেই ভারতের হয়ে ট্রিপল জাম্পে প্রতিনিধিত্ব করতে নেমেছিলেন ১৯ বছর বয়সী ডোনাল্ড মাকিমাইরাজ।
নিজের দ্বিতীয় লাফেই ১৫.৭০ মিটার অতিক্রম করে তৃতীয় স্থানে পৌঁছে ক্ষণিকের জন্য মেডেলে জয়ের আশা জাগান🍎 তিনি। তবে দ্বিতীয় রাউন্ড শেষ হতে হতেই পঞ্চম স্থানে নেমে যান তিনি। ডোনাল্ডোর তৃতীয় প্রয়াস বাতিল করা হয়। চতুর্থ রাউন্ডেও ১৫.৩৯ মিটার লাফের পর পঞ্চম🌠 স্থানেই ছিলেন তিন।
পঞ্চম লাফে নিজের কেরিয়ারের সেরা ১৫.৮০ মিটার লাফ দিয়ে চতুর্থ স্থানে উঠে এসে ফের পদকের আশা জাগান ডোনাল্ড, পোডিয়াম ফিনিশ থেকে মাত্র ০.০৩ মিটার কম। তবে শেষ প্রয়াসে ফের ফাউল করে পদক জয়ের স্বপ্নভঙ্গ হয় তার। চতুর্থ স্থানে শেষ করেই খুশি থাকতে হয়♔ ডোনাল্ডকে। এখনও তিনটি ইভেন্ট থেকে ভারতীয় অ্যাথলিটদের পদক জ♒য়ের আশা রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।