নির্ধারিত হয়েছে ফ্র্যাঞ্চাইজি। স্থির হয়েছে দিনক্ষণ। এবার শুধু দল গড়ে নেওয়ার পাꦿলা। ১৩ ফেব্রুয়ারি মুম্বইয়ে বসছে উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগের নিলামের আসর। ছেলেদের মতো মেয়েদের আইপিএল নিলাম নিয়েও সরগরম আন্তর্জাতিক ক্রিকেটমহল।
🍸নিলামে স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কউরের মতো ভারতীয় তারকাদের পাশাপাশি ল্যানিং, হিলিদের মতো বিদেশি ক্রিকেটারদের নিয়েও যে রীতিমতো টানাটানি চলবে, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না।
বিসিসিআই নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিদের স্যালারি পার্স যেমন বেঁধে দিয়েছে, ঠি🅘ক তেমনই নির্দিষ্ট করে দিয়েছে ক্রিকেটারদের বেস প্রাইসও। ঘরোয়া ক্রিকেটারদের জন্য ১০ লক্ষ ও ২০ লক্ষ টাকার দু'টি ক্যাটাগরি নির্ধারিত হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকাদের জন্য ৩০, ৪০ ও ৫০ লক্ষ টাকার ৩টি ক্যাটাগরি রয়েছে।
অর্থাৎ, নিলামে সব থেকে কম ১০ লক্ষ টাকা বেস প্রাইসের ক্রিকেটার থাকছেন এবং সব থেকে বেশি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ক্রিকেটারর൩া থাকবেন। সর্বোচ্চ ক্যাটাগরিতে রয়েছেন মোট ২৪ জন ক্রিকেটার, যাঁদের মধ্যে ১০ জন হলেন ভারতীয়। বাকি ১৪ জন বিদেশি তারকা।
উল্লেখযোগ্য বিষয় হল, সর্বোচ্চ বেস প্রাইসের ভারতীয় ক্রিকেটারদের তালিকায় জায়গা পেয়েছেন বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। হরমনপ্রীত কউর, স্মৃতি༺ মন্ধনা, শেফালি বর্মারা প্রত্যাশিতভাবেই ৫০ লক্ষ টাকার ক্যাটাগরিতে রয়েছেন। এই তালিকায় রয়েছেন দীপ্তি শর্মা, জেমিমা রডরিগেজ, রেনুকা সিং ঠাকুরও।
সর্বোচ্চ বেস প্রাইসের বিদেশি ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ার ক্রিকেটার রয়েছꩲেন ৬ জন। ইংল্যান্ডের ক্রিকেটার রয়েছেন ৪ জন। এছাড়া নিউজিল্যা🧸ন্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের ক্রিকেটার রয়েছেন ১ জন করে।
৫০ লক্ষ টাকার বেস প্রাইসের তালিকায় রয়েছেন কারা:-ভারত: হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনা, দীপ্তি শর্মা, রেনুকা সিং ঠাকুর, জেমিমা রডরিগেজ, শেফালি বর্মা, পূজা বস্ত্রকার, রিচা ঘোষ, স্নেহ রানা, মেঘনা সি๊ং।
অস্ট্রেলিয়া: অ্যাশলেই গার্ডনার, এলিস পেরি, মেগ ল্যানিং, অ্যালিসা হিলি, জেস জোনাসেন, ডার্꧙সি ব্রাউন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।