কোমরের উপরের বল ছিল? নাকি ছিল না? আউট হলে মাঝেমধ্য়েই সেই বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। বিতর্কিত সিদ্ধান্তের জেরে♕ ম্যাচের ভাগ্যও পুরো পালটে যায়। সেই পরিস্থিতিতে কোমরের উপরে বল আছে কিনা, তা খতিয়ে দেখতে নয়া পদ্ধতির ব্যবহার করা হল উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL) ফাইনালে। বল ট্র্যাকিংয়ের মাধ্যমে ব্যাটে সংযোগ হওয়ার সময় বলটা কোন উচ্চতায় ছিল, তা খতিয়ে দেখা হল। তাতেও অবশ্য বিতর্কে ইতি পড়েনি। শেফালি বর্মাকে আউট দেওয়া হলেও দিল্লি ক্যাপিটালস শিবিরের দাবি, বলটা কোমরের ছিল। একই দাবি করতে থাকেন নেটিজেনদের একাংশ।
রবিবার WPL ফাইনালের দ্বিতীয় ওভারেই সেই বিতর্কের সূত্রপাত হয়। দ্বিতীয় ওভারের প্রথম বলে ছক্কা মারেন শেফালি। দ্বিতীয় বলে চার মারেন। তৃতীয় ফুলটস করে বসেন মুম্বই ইন্ডিয়ান্সের ইসি ওং। তবে এবার বলটা ঠিকমতো মারতে পারেননি দিল্লির তারকা ব্যাটার। শূন্যে উঠে যায় বল। পয়েন্টে সহজ ক্যাচ ধরেন অ্যামেলিয়া কের। যদিও শেফালি এবং দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং দাবি করতে থাকেন যে বলটা কোমরের উপর ছিল🎃। আম্পায়ারদের সঙ্গে কথাও বলেন ল্যানিং। সেই পরিস্থিতিতে বলটা কোমরের ছিল কিনা, তা খতিয়ে দেখতে তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন অনফিল্ড আম্পায়ার।
রিপ্লেতে দেখা যায়, বলটা যখন শেফালির ব্যাটে ঠেকছে, তখন কোমরের কাছেই ছিল। কিন্তু সেটা কোমরের উপরে ছিল নাকি কোমরের নীচে ছিল, তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। সেই পরিস্থিতিতে বল ট্র্যাকারের সাহায্য নেন তৃতীয় আম্পায়ার। বল ট্র্যাকারের মাধ্যমে তৃতীয় আম্পায়ার নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন। শেফালিকে আউট দেওয়া হয়। যে সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারেননি দিল্লির তারকা ব্যাটার শেফালি। চূড়ান্ত হতাশ দেখায় দিল্লির অধিনায়ক ল্যানিংকে। অন্যদিকে, হরমনপ্রীত কৌররা উচ💛্ছ্বাস প্রকাশ করতে থাকেন। তাঁরাও সম্ভবত জানতেন, সিদ্ধান্তটা যে কোনও দিকে যেতে পারত। তবে ‘বেনিফিট অফ ডাউট’ পান বোলার।
আরও পড়ুন: DC vs MI WPL 2023 Fina✱l Live: রান-আউট ল্যানিং, ৫ উইকেট হারিয়🦩ে প্রবল চাপে দিল্লি
নেটিজেনদের একাংশও দাবি করতে থাকেন, বলটা শেফালির কোমরের উপরে ছিল। এক নেটিজেন বলেন, 'এটা কীভাবে নো বল হয় না? তৃতীয় আম্পায়ারের অভাবনীয় সিদ্ধান্ত। শেফালি বর্মার সঙ্গে এখানে অবিচার হল।' অপর একজন ব🔴লেন, 'স্পষ্টতই আউট ছিলেন না শেফালি বর্মা। জঘন্য আম্পায়ারিং।'
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।