দেখতে দেখতে উইমেন্স প্রিমিয়র ল🀅িগের অর্ধেক ম্যাচ শেষ। অর্ধেক লিগ পর্যায় শেষের অর্থ, প্রতিটি দল নিজেদের ৪টি করে ম্যাচ খেলে ফেলেছে। একমাত্র মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের চারটি ম্যাচেই জয় তুলে নিয়েছে। স্বাভাবিকভাবেই অপরাজিত থেকে লিগ টেবিলের শীর্ষস্থান নিজেদের দখল রেখেছেন হরমন▨প্রীতরা।
তারকাখচিত স্কোয়াড গড়েও এখনও একটিও ম্যাচ জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টুর♐্নামেন্ট তারাই একমাত্র দল, যারা এখনও পয়েন্টের খাতা খোলেনি। অর্থাৎ, সব ম্যাচ হেরে লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে স্মৃতি ✱মন্ধনার নেতৃত্বাধীন আরসিবি।
দিল্লি ক্য𒆙াপিটালস তাদের একটি ম্যাচ হারে মুম্বইয়ের কাছে। বাকি তিনটি ম꧟্যাচে তারা হারিয়ে দেয় আরসিবি, গুজরাট জায়ান্টস ও ইউপি ওয়ারিয়র্জকে। চার ম্যাচের ৩টি জিতে শেফালি বর্মারা রয়েছেন লিগ টেবিলের দ্বিতীয় স্থানে।
দীপ্তি শর্মাদের ইউপি ওয়ারিয়র্জ ৪ ম্যাচের ২টিতে জয় তুলে নিয়েছে এবং হেরেছে ২টি ম্যাচ। ইউপি হারিয়েছে আরসিবি ও গুজরাট জায়ান্টসকে। হেরেছে মুম্বই ইন𓆏্ডিয়ান্স ও দিল♊্লি ক্যাপিটালসের কাছে। আপাতত লখনউয়ের ফ্র্যাঞ্চাইজি রয়েছে লিগ টেবিলের তৃতীয় স্থানে।
স্ꦯনেহ রানার গুজরাট জায়ান্ট একমাত্র আরসিবিকে হারাতে সক্ষম হয়। বাকি তিনটি ম্যাচে তারা হেরে যায় মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও ইউপি ওয়ারিয়র্জের কাছে। কোনওরকমে পয়েন্টের খাতা খুললেও গুজরাট রয়েছে লিগ টেবিলের চার নম্বরে।
উইমেন্স প্রিমিয়র লিগের পয়েন্ট টেবিল:-১. মুম্বই ইন্ডিয়ান্স: ম্যাচ-৪, জয়-৪, হার-০, পয়েন্ট-꧅৮ (নেট রান-রেট: +৩.৫২৪)
২. দিল্লি ক্যাপিটালস: ম্যাচ-৪, জয়-৩, হার-১, পয়েন্ট-৬ (ন✤েট রান-রেট: +২.৩৩৮)
৩. ইউপিജ ওয়ারিয়র্জ: ম্যাচ-৪, জয়🐠-২, হার-২, পয়েন্ট-৪ (নেট রান-রেট: +০.০১৫)
৪. গুজরাট জা🌃য়ান্টস: ম্যাচ-৪, জয়-১, হার-৩༒, পয়েন্ট-২ (নেট রান-রেট: -৩.৩৯৭)
৫. রয়্💮যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ম্যাচ-৪, জয়-০, হার-৪, পয়েন্ট-০ (নেট রান-রেট: -২.৬৪৮)
আর﷽ও পড়ুন:- IND vs AUS: জুটিতে লুটি, ৯১ বছরে এই প্রথম♛বার টেস্টে এমন কৃতিত্ব দেখাল ভারত
লিগ পর্যায়ে প্রতিটি দলের ৮টি করে ম্যাচ খেলা হয়ে গেলে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা দল সরসারি ফাইনালের টিকিট হাতে পাবে। পয়েন্টে টেবিলের দ্বি💧তীয় ও তৃতীয় স্থানে থাকা দু'দল নিজেদের মধ্যে এলিমিনেটরের লড়াইয়ে নামবে। এলিমিনেটরে যে দল জিতবে, তারা লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।