উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচে ব্যাট করতে নেমেই চোট পেয়েছিলেন বেথ মুনি। পায়ে চোট নিয়ে মাঠ ছাড়ার পরে নত𓃲ুন করে আর খেলতে নামেননি অজি তারকা। পরের ২টি ম্যাচে ক্যাপ্টেনকে ছাড়াই মাঠে নামতে হয় 🎀গুজরাট জায়ান্টসকে। মুনির অনুপস্থিতিতে গুজরাটকে নেতৃত্ব দেন ভাইস ক্যাপ্টেন স্নেহ রানা।
বুধবার গুজরাট জায়ান্টসের সমর্থদের জন্য উড়ে আসে দুঃসংবাদ। জানা যায় যে, তড়িঘড়ি চোট সারার সম্ভাবনা না থাকায় টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন বেথ মুনি। অজি তারকার পরিবর্ত হিসেবে কাকে দলে নিচ্ছে গুজরাট, সেখবরও জানা যায় বুধবা꧙রই। শেষমেশ বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিꦬর তরফে বিজ্ঞপ্তি জারি করে একসঙ্গে চারটি বিষয়ে সিলমোহর দেওয়া হয়।
প্রথমত, বেথ মুনি যে চলতি উইমেন্স প্রিমিয়র লিগে মাঠে নামতে পারবেন না💎, সেটা জানিয়ে দেওয়া হয় সরকারিভাবে। জায়ান্টসের বিজ্ঞপ্তিতে ডব্লিউপিএলে মাঠে নামতে পারবেন না বলে হত💃াশা প্রকাশ করেন অজি তারকা মুনি।
দ্বিতীয়ত, তাঁর পরিবর্ত হিস🐽েবে দক্ষিণ আফ্রিকার ওপেনার লরা উলভার্টকে দলে নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয় ফ্র্যাঞ্চাইজির তরফে। উলভার্ট গত মহিলা টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি রান সংগ্রহ করেন। সুতরাং, বেথ মুনির যথায🗹থ পরিবর্ত হতে পারেন লরা।
তৃতীয়ত, মুনি ছিটকে যাওয়ায় গুজরাটকে নতুন স্থায়ী ক্যাপ্টেন খুঁজে নিতে হতো। ফ্র্যাঞ্🧔চাইজির তরফে জানিয়ে দেওয়া হয় যে, বাকি মরশুমে জায়ান্টসকে নেতৃত্ব দেবেন ভারতীয় অল-রাউন্ডার স্নেহ রানা। সুতরাং, মুম্বই ইন্ডিয়ান্সের হরমনপ্রীত কউর ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্মৃতি মন্ধনার পরে তৃতীয় স্থায়ী ভারতীয় ক্যাপ্টেন পেল উইমেন্স প্রিমিয়র লিগ। উল্লেখ্য, টুর্নামেন্টে দিল্লি ক্✨যাপিটালকে নেতৃত্ব দিচ্ছেন মেগ ল্যানিং ও ইউপি ওয়ারিয়র্জের নেতৃত্ব রয়েছেন অ্যালিসা হিলি। টুর্নামেন্টের শুরুতে ৫টি দলের মধ্যে ৩টি দলের নেতৃত্বে ছিলেন অজিরা। ২টি দলের ক্যাপ্টেন্সি ছিল ভারতীয়দের হাতে। এবার ছবিটা বদলায়। এবার ভারতীয়দের হাতে রইল ৩টি দলের নেতৃত্ব।
চতুর্থত, রানা ক্যাপ্টে♕ন হওয়ায় গুজরাটকে নতুন ভাইস ক্যাপ্টেন বেছে নিতে হয়। ফ্র্যাঞ্চাইজি এক্ষেত্রে অস্𝄹ট্রেলিয়ার অ্যাশলেই গার্ডনারকে ভাইস ক্যাপ্টেন নির্বাচিত করে।
গুজরাট জায়ান্টস টুর্ন🌌ামেন্টে তাদের প্রথম ম্যাচে একতরফাভাবে পরাজিত হয় মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। দ্বিতীয় ম্যাচে ইউপি ওয়ারিয়র্সের কাছে হার মানে গুজরাট। নিজেদের তৃতীয় ম্যাচে আরসিবিকে হারিয়ে পয়েন্টের খাতা খোলে জায়ান্টস। আপাতত ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে লিগ টেবিলের চার নম্বরে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।