প্রায় ৮ বছর আগের কথা। পঞ্জাবের আজনালার এক পুরনো, পরিত্যক্ত ♚কুয়ো থেকে মিলেছিল ২৮২টি কঙ্কাল। তারপর থেকেই সকলের প্রশ্ন, কবে, কীভাবে মৃত্যু হয়েছিল তাঁদের? এভাবে তাঁদের গণকবরের কারণই বা কী?
১৮৫৭-র সিপাহী বিদ্রোহ: জুড়ে গেল বিজ্ঞান ও ইতিহাস
খননের স্থান, 'কালোঁ কা কুয়ান (বিদ্রোহীর কবর)' নামে পরিচিত। এটি অমৃতসরের কাছে আজনালায় অব꧙স্থিত।
ডিএনএ এবং আইসোটোপ বিশ্লেষণ ব্যবহার করে প্রাথমিকভাবে কিছু উত্তর পেলেন গবেষকরা। গবেষণার রিপোর্ট বলছে, কঙ্কালগুলি প্রায় ১৬৫ বছর পুরানো। ডিএনএ বিশ্লেষণে দেখা যাচ্ছে, উত্তর প্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ডিএনএ ক্রমের মধ্যে একটি সংযোগ সূত্র রয়েছে। ইন্দো-গাঙ্গেয় সমভূমিতে বসবাসকারী ভারতীয়দের ডিএনএ বলে উল্লেখ করা হয়েছে। আরও পড়ুন : Cyclone: আসছে আরেকটা আমফান? মে মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বা𒆙ভাস
হায়দরাবাদের 🌳সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিক🐈ুলার বায়োলজির (CCMB) নেতৃত্বে এই জেনেটিক গবেষণা চালানো হয়।
গবেষকরা বলছেন, ঐতিহাসিক রেকর্ডের🌟 সঙ্গে এই ফলাফলগুলি মিলিয়ে দেখা যেতে পারে। সেক্ষেত্রে ১৮৫৭ সালে প্রথম স্বাধীনতা যুদ্ধের সঙ🃏্গে এই সময়টা মিলে যাচ্ছে। সেই সময়ে ব্রিটিশদের গণহত্যার শিকার ভারতীয় সিপাহিদের দেহ হতে পারে এগুলি।