বুধবার টেলিকম সংস্থাদের এয়ারওয়েভ বরাদ্দ করার প্রস্꧅তাবে অনুমোদন দিল কেন্দ্র। ফলে, শীঘ্রই ভারতে 5G নেটওয়ার্ক আসতে পারে বলে মনে করা হচ্ছে। আর এই ফাইভ জি-র স্পিড বর্তমান যে কোন♉ও ফোর-জির তুলনায় প্রায় ১০ গুণ পর্যন্ত দ্রুততর হ
মন্ত্রীসভা নিলাম পরিচালনার জন্য টেলিযোগাযোগ বিভাগের প্রস্তাব অনুমোদন করেছে। এর মাধ্যমে জনসাধারণের কাছে 5G পরিষেবা প্রদানের জন্য স্পেকট্রামের ꦓদর হাঁকা যাবে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে ♓যে, জুলাইয়ের শেষ নাগাদ ২০💛 বছরের মেয়াদসহ মোট 72097.85 মেগাহার্টজ স্পেকট্রাম নিলাম করা হবে।
সরকার আরও জানিয়েছে যে, জুলাইয়ের শেষে 5G স্পেকট্রাম নিলাম 🥃করা হবে। দেশের তিনটি প্রধান ক্যারিয়ার, ভোডাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স Jio তাতে♋ অংশ নেবে বলে মনে করা হচ্ছে।
দরপত্রদাতাদཧের ১০ বছর পর স্পেকট্রাম সারেন্ডার করার অপশনও দেওয়া হবে।
১০ গুণ দ্রুত!
সরকার জানিয়েছে 🅰যে, 5G পরিষেবার ই🌸ন্টারনেট স্পিড অকল্পনীয়। এখনকার 4G-র চেয়ে প্রায় ১০ গুণ দ্রুত হবে।
'5G পরিষেবাগুলির রোল-আউটের জন্য পর্যাপ্ত ব্যাকহল স্পেকট্রামের প্রাপ্যতাও থাকা দ🌠রকার। ব্যাকহলের চাহিদা মেটাতে, মন্ত্রিসভা অস্থায়ীভাবে টেলিকম পরিষেবা সরবরাহকারীদের প্রতি ই-ব্যান্ডে 250 MHz-এর দু'টি ক্যারিয়ার বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে,' লেখা কেন্দ্রের বিবৃতিতে।