Jio এবং Vodafone Idea-র সঙ্গে টক্কর। দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Airtel-এর রিচার্জ প্ল্যানের সংখ্যা নেহাত্ কম নয়। নির্দিষ্ট কিছু প্ল্যান বাদꩲ দিয়ে বেশিরভাগই সকলে জানেন না।
এয়ারটেলের ২১ দিন থেকে ৩৬৫ দিন পর্যন্ত রিচার্জ💧ের সুযোগ আছে। এই প্রতিবেদনে এয়ারটেলের এমন একটি প্ল্যানের কথা জানতে পারবেন, ꧟যাতে একদিনের খরচ ৫ টাকারও কম হবে। ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাবেন। প্ল্যানের দাম ১,৭৯৯ টাকা।
এয়ারটেলের ১,৭৯৯ টাকার প্ল্যান
এটি Airtel-এর সবচেয়ে সস্তার বার্ষিক প্ল্যান।
এমনিতে ১,৭৯৯ টাকাটা অনেক বেশি মনে হতে পারে। কিন্তু যদি হিসাব করেন, তাহলে এক-এক দিনের খরচ হবে মাত্র ৪.৯ টাকা করে। প্ল্যানে মোট ২৪ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩,৬০০টি SMS দেওয়া হয়েছে। এছাড়াও, বিনামূল্যে💫 এয়ারটেল থ্যাঙ্কসের বিভিন্ন অফার (উইঙ্ক মিউজিক, ফ্রি হ্যালোটিউনস, অ্যাপোলো 24X7 সার্কেল) পাবেন।
Airtel-এর বার্ষিক প্ল্যানের তালিকায় আর কী আছে?
এর থেকে বেশি দামে ২,৯৯৯ টাকা এবং ৩,৩৫৯ টাকার আরও দুটি প্ল্যান রয়েছে। এগুলিও ৩৬৫ দিনের ভ্যাল💦িডিটি অফার করে।
২,৯৯৯ টাকার প্ল্যানে, প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS পাবেন। এছাড়াও, এয়ারটেল থ্যাঙ্কসের বিভিন্ন অফার (উইঙ্ক মিউজিক, ফ্রি হ্যালোটিউনস, অ﷽্যাপোলো 24X7 সার্কেল) পাবেন।
৩,৩৫৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা সহ আনলিমিটে🌌ড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS দেওয়া হবে। তবে আকর্ষণীয় বিষয় হল, এরꦦ সঙ্গে Disney + Hotstar-এর ১ বছরের সাবস্ক্রিপশনও পাবেন। এছাড়া, এয়ারটেল থ্যাঙ্কসের বিভিন্ন অফার তো আছেই।