মহাকাশ൩ থেকে আমাদের এই নীল পৃথিবীর রূপটাই যেন অন্যরকম। প্রতিভাবান কিছু সংখ্যক মানুষেরই এই রূপ চাক্ষুস করার সুযোগ মেলে। বাকিদের ছবি কিংবা ভি꧂ডিয়োতেই আশ মেটাতে হয়।
বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স🌊্টেশনে আছেন মহাকাশচারী ম্যাথিয়াস মাউর। প্রায়শই সোশ্যাল মিꦅডিয়ায় তিনি মহাকাশে তাঁর জীবনের ছবি শেয়ার করেন। স্পেস স্টেশন থেকে মহাকাশ ও পৃথিবীর বিভিন্ন ছবিও শেয়ার করেন তিনি।
'উপর থেকে আমাদের পৃথিবীকে একটি শিল্পকর্মের মতো দেখায়। আরব উপদ্বীপের কাছে এই র🥀ঙিন ছবিগুলি তোলা,' ছবির ক্যাপশনের লিখেছেন তিনি। ছবিতে পৃথিবীকে নানা প্রাণবন্ত রঙে দেখা যাচ্ছে।
আরও পড়ুন : Jio vs Airtel vs BSNL-মাত্র ৩৯৯ টাকায় ৩.৩ TB ডেটা! জেনে নিন সেরা তিনটি প্ল্যান
আরও পড়ুন : Budget 2022: 'ডিজিটাল রুপি' কী? সেটা কি আসল টাকার মতোই? জানুন বাজেটের নয়া ঘোষণার বিষয়ে
পোস্টটি♏ প্রায় এক দিন আগে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত এতে প্রায় ২,৩০০টি লাইক পড়েছে। অনেকে কমেন্ট করেছেন।