চলতি মাসের শুরু থেকে ডাউনলোড শুরু হয়েছে Battlegrounds Mobile India-র । তারপরেই সামান্য কিছু বাগ-এর রিপোর্ট করেছিলেন গেমাররা। নতুন আপডেটে সেগুলোই ফিক্স করল নির্মাতা সংস্থা ক্রাফটন।শনিবার নতুন প্যাচে ঠিক করা হয়েছে বেশ কিছু ইস্যু। সেগুলি হল,১. কোনও খেলোয়াড় ইউনিকর্ন সেট আউটফিট পরে গেম লোড করতে গেলে সেটা লোডিং স্ক্রিনেই হ্যাঁ করে যাচ্ছিল। কিছুতেই লোড হত না। সেটা ফিক্স করা হয়েছে।২. কিছু ডিভাইসে Battlegrounds Mobile India খেলার সময়ে গেম ক্র্যাশ করছিল। সেটিও ঠিক করা হয়েছে।৩. কিছ কিছু স্মার্টফোনে সেশন মেনু খোলার সময়ে ফোন বন্ধ হয়ে যাচ্ছিল।৪. মিশন ইগনিশন মোডে ডিউন বাগি চড়ার সময় গুলি করতে সমস্যা হচ্ছিল। এর সমাধান হয়েছে।৫. টেসলার গাড়ি চালানোর সময় অন্য খেলোয়াড়দের আওয়াজ শোনা যাচ্ছিল না। সেটারও সমাধান হয়েছে।প্লে স্টোর থেকে আলাদা করে আপডেট করতে হবে না। গেম রিস্টার্ট করলেই আপডেট এসে যাবে। তাই সেইদিন একটু বেশি নেট খরচের বিষয়টা মাথায় রাখবেন।গত ১৮ জুন থেকে যদিও প্রি-রেজিস্ট্রেশন করা বেটা টেস্টারদের জন্য ডাউনলোড শুরু হয় ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার।