সস্তায় ভাল প্রিপেড প্ল্যান বললে প্রথমে রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়ার নামই মাথায় আসে। তবে এখন বিএসএনএলও পিছিয়ে নেই। বিএসএনএলেরও এমন কিছু সাশ্রয়ী প্ল্যান রয়েছে, যা কোনও বেসরকারি টেলিকম সংস্থার নেই। আজ বিএসএনএলের সেরকমই এক প্ল্যানের বিষয়ে জানতে পারবেন। এই প্ল্যানে মাত্র ৯৭ টাকার রিচার্জেই পাবেন আকর্ষণীয় সুবিধা।বিএসএনএল-এর ৯৭ টাকার প্ল্যান১০০ টাকারও কমে বিএসএনএলের কয়েকটি প্রিপেইড প্ল্যান আছে। এটি তার মধ্যে অন্যতম। ৯৭ টাকার এই প্ল্যানের মেয়াদ ১৮ দিন। এতে গ্রাহকদের প্রতিদিন ২ জিবি করে ডেটা দেওয়া হবে। অর্থাত্, মোট ৩৬ জিবি ডেটা পাবেন।এর পাশাপাশি সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং দিনে ১০০টি এসএমএস করতে পারবেন। এছাড়া লোকধুন অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।এই একই টাকায় অন্য সংস্থার কী কী প্ল্যান আছে?রিলায়েন্স জিয়োজিয়োর ৯৮ টাকার প্রিপেইড প্ল্যান আছে।মেয়াদ : ১৪ দিনডেটা : দিনে ১.৫ জিবিআনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং জিয়ো অ্যাপসের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।এয়ারটেলএয়ারটেলেরও ৯৮ টাকার প্রিপেড প্ল্যান রয়েছে,মোট ১২ জিবি ডেটা পাবেন। এতে কলিং বা এসএমএস-এর সুবিধা নেই। এর মেয়াদ অ্যাকটিভ প্ল্যানের উপর নির্ভর করে।