গত ১ মে থেকে শুরু হয়েছে ১৮-৪৪ বছর বয়সীদের টিকাকরণের বুকিং। কিন্তু, অনেকেই CoWin অ্যাপে সমস্যার কথা জানিয়েছেন। সেই সমস্যার সমাধানেই এগিয়ে এ🌄সেছেন বিশেষজ্ঞরা।
আগ্রার স🀅ফটওয়্যার ইঞ্জিনিয়ার অমিত আগরওয়াল একটি Covid-19 ভ্যাকসিন ট্র্যাকার তৈরি করেছেন। গুগল শিটের মাধ্যমে এটি বানানো। এর মাধ্যমে কোনও নির্দিষ্ট এলꦰাকায় অ্যাপয়নমেন্ট স্লট ওপেন হলেই ইমেল নোটিফিকেশন পৌঁছে যায় টিকা নিতে ইচ্ছুক ব্যক্তির কাছে।
একইভাবে PhonePe-তে কর্মরত ইঞ্জিনিয়ারিং ম্যানেজার দেবার্ক দে টিকার স্লট পাওয়ার জন্য GitHub-এ একটি স্ক্রিপ্ট শেয়ার করেছেন। আপাতত এটি কেবল বেঙ🍎্গালুরু শহরের জন্য প্রযোজ্য।
এটি আইনসম্মত তো?
অনেকেই কোডারদের এই পন্থাগুলি আইনসম্মত কিনা তা🎃ই নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার অনেকে CoWin অ্যাপের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন। আগে থেকেই CoWin অ্যাপে এই বেসিক সুবিধাগুলি নেই কেন, তাই নিয়ে উঠছে প্রশ💜্ন।
গত ২৮ এপ্রিল C꧑oWin-এর API-তে খার্ড পার্টি অ্যাকসেস-এর ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।
অনেকক্ষেত্🎀রেই CoWin অ্যাপে রেজিಌস্টারের পরেও আসছে না OTP । মূলত এই সমস্যাতেই জেরবার হয়েছেন টিকা নিতে ইচ্ছুক ব্যক্তিরা।
অন্যদিকে বার্টি টম♔াস নামে এক প্রোগ্রামার under45.in নামে একটি ওয়েবসাইট তৈরি করেছেন। তার মাধ্যমে নিজেদের টিকা নেওয়ার স্লট গ্রহণ করতে পারবেন ১৮ থেকে ৪৪ বছর বয়সীরা। এছাড়া কোনও ব্যক্তির জেলায় যখন স্লট ওপেন হচ্ছে তার নোটিফিকেশন দিতে টেলিগ্রাম গ্রুপ-ও তৈরী করেছেন বার্টি।
ঠিক একইভাবে তৈরী করা হয়েছে getjab.in এবং findslot.in নামের𒈔 ওয়েবসাইটগুলি। এই ওয়েবসাইটগুলির মাধ্যমে স্লট বুক করা গেলেও CoWin অ্যাপ যে ব্যবহার করতে হবে না, তা কিন্তু নয়। শুরুতে ব্যবহারকারীকে CoWin-এ লগ ইন করে রেজিস্টার করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য : এই অ্যাপের তরফে উপভোক্তারꦚ তথ্য সুরক্ষিত রাখার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। তা এ⛦ই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। অ্যাপ সংক্রান্ত কোনও সমস্যার জন্য ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ দায়ী নয়।