কার্ড ছাড়াই🎃 সব ব্যাঙ্ক ও এটিএম থেকে নগদ অর্থ তোলা যাবে। ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেসের (ইউপিআই) মাধ্যমে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। শীঘ্রই চালু হতে চলেছে সেই ব্যবস্থা। এমনটাই জানালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) গভর্নꦺর শক্তিকান্ত দাস।
এমনিতে কার্ড ছাড়া ব্যাঙ্ক এবং এটিএম থেকে অর্থ তোলার বিষয়টা নতুন নয়। আপাতত দেশের হাতেগোনা কয়েকটি ব্যাঙ্কে সেই পরিষেবা মেলে। যে ব্যাঙ্কগুলি সেই পরিষেবা দেয়, সেই ব্যাঙ্কের এটিএম থেকেই কার্ড ছাড়া নগদ অর্থ তোলা য💜ায়। যা আগামিদিনে দেশের সব ব্যাঙ্কেই চালু করা হবে।
আরও পড়ুন: টানা ১১ বার অপরিবর্তিত থাকল রেপো রেট, ৭.২ শতাংশ༒ে GDP 🥀বৃদ্ধির় পূর্বাভাস RBI-র
শুক্রবার ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হযেছে, কার্ড ছাড়াই নগদ অর্থ তোলার ব্যবস্থা চালু হলে🧜 ক্লোনিংয়ের মতো অপরাধ কমবে। রাশ টানা যাবে জালিয়াতির ঘটনায়। দেশের সব ব্যাঙ্ক এবং এটিএমে কার্ড ছাড়াই নগদ অর্থ তোলার বিষয়টি জনপ্রিয় করে তোলার জন্য ইউপিআইয়ের মাধ্যমে গ্রাহকদের অনুমোদন প্রক্রিয়া শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। এটিএম নেটꦐওয়ার্কের মাধ্যমে সেই লেনদেন হবে।
কার্ড ছাড়াই সব ব্যাঙ্ক ও এটিএম থেকে নগদে কত টাকা তোলা যায়?