মোবাইল ব্যাঙ্কিং ব্যবহারকারীদের এক নয়া 'ট্রোজান' ভাইরাসের বিষয়ে সতর্ক করে দিল কেন্দ্র। SOVA অ্যান্ড্রয়েড ট্রোজান নামে꧃র এই ভাইরাস একবার ফোনে জাঁকিয়ে বসলে তা রিমুভ করা কঠিন। এটি আপনার অজান্তেই অ্যান্ড্রয়েড ফোন এনক্রিপ্ট করে ফেলতে পারে। বিপন্ন হতে পারে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্যও। এর মাধ্যমে বড়সড় আর্থিক প্রতারণা শিকার হতে পারেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা।
কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) গত ১০ সেপ্টেম্বর এই সতর্কবার্তা প্রকাশ করে। আরও পড়ুন: মেসেজ পেয়েই তড়িঘড়ি লিಌঙ♌্কে ক্লিক করেন? মুহূর্তের মধ্যে সব টাকা উধাও হতে পারে
সতর্কবার্তায় বলা হয়েছে যে, এই ২০২১ সালের সেপ্টেম্বরে এই ম্যালওয়্যারের প্রথম ভার্সান অবৈধভাবে বিক্রি হতে দেখা গিয়েছে। এটি কী ♓লগিং, কুকি হাতিয়ে নেওয়া এবং বিভিন্ন অ্যাপে যোগ করিয়ে দেওয়ার মাধ্যমে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড বিপন্ন করতে পারে। প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং স্পেনের মতো কয়েকটি দেশে এই বিষয়ে রিপোর্ট মি♛লেছে। তবে ২০২২ সালের জুলাইয়ে ভারতও সেই তালিকায় এসে গিয়েছে।
ম্যালওয়্যারটি বর্তমানে তার পাঁচ নম্বর ভার্সানে আপগ্রেড হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সংস্থার পরামর্শ অনুযায়ী, ভুয়ো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলির মধ্যে এটি নিজেকে লুকিয়ে রাখে। ক্রোম, আমাজন, এনএফটি (ক্রিপ্টো মুদ্রা সম্পর্কিত নন-ফাঞ্জিবল টোকেন) প্ল্যাটফর্মের মতো সুপরিচিত অ্যাপের লোগো আসে। ♏আরও পড়ুন: অচেনা লিঙ্কের ফাঁদে পড়ার বিষয়ে সাবধান করছে কলকাতা পুলি♕শও