ভারতের মহাকাশ গবেষণা🏅কেন্দ্র ইসরো এবার বড় সাফল্যের পথে। চন্দ্রায়ন-৩ মিশনে এবার বড় আপডেট। সূত্রের খবর, কাল ৫ অগস্ট এটি চাঁদের কক্ষপথে প্রবেশ করতে চলেছে।
ইসরো জানিয়েছে, মহাকাশযানটি চাঁদের দুই তৃতীয়াংশ দূরত্বে চলে গিয়েছে। লুনার অরব💎িট ইঞ্জেকশন হবে ৫ অগস্ট সন্ধ্যা ৭টায়। অর্থাৎ সেই মাহেন্দ্রক্ষণ আসন্ন। চাঁদের কক্ষপথে চলে যাবে ভারতের মহাকাশযান।
বিশেষজ্ঞদের মতে এটি অত্য়ন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ। এই মিশনের বলা ভালো অত্য়ন্ত গুরুত্বপূর্ণ সময় এবার আসন্ন। গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে ভারতের এই মহাকাশ গবেষণার দিকে। এবার চাঁদের মাটিতে একেবারে পালকের♔ মতো নেমে আস♈বে চন্দ্রযান। সেখানে এটি নানা গবেষণামূলক কাজ করবে।
গত ১৪ জুলাই ভারতের এই চন্দ্রায়ণ মিশন শুরু হয়েছিল। এরপর প্রথমে পৃথিবীর চারদিকে এটি ঘুরতে থাকে। এরপর শক্তি সঞ্চয় করে সোজা চাঁদের দিকে। এবার চাঁদের কক্ষপথে প্রবেশ শুধু সময়ের অপেক্ষা𝔉।
অত্যন্ত কঠিন ꦍএই যাত্রা। বিশেষত চাঁদের কক্ষপথে প্রবেশ করাটা একটা বড় চ্য়ালেঞ্জ। কারণ পৃথিবীর কক্ষপথ ছেড়ে এটি🍎কে চাঁদের কক্ষপথে প্রবেশ করতে হবে। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি সেটা পেরিগি নামে পরিচিত। একবার এই মহাকাশযান চাঁদের কক্ষপথে প্রবেশ করলে অপর একটি যান মূল মডিউল থেকে বেরিয়ে অত্যন্ত আস্তে করে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে। আগামী ২৩ অগস্ট সন্ধ্যা ৫টা ৪৭মিনিটে এটি চাঁদের মাটিতে নামার কথা রয়েছে।
আগামী ১৭ অগস্ট ওই বিচ্ছন্নকরণটি হতে পারে। এই চন্দ্রায়ন ৩ অভিযানের ক্ষেত্রে একটি যন্ত্রাংশ দিয়েছে নাসা। চাঁদের মাটিতে নামার পরে এটি নানা ধরনের♔ গবেষণা চালাবে। গোটা বিশ্ব ভারতের এই চন্দ্র অভিযানের দিকে তাকিয়ে রয়েছে। আর ভারত অধীর ꦰআগ্রহে অপেক্ষা করছে কবে চাঁদের মাটিকে স্পর্শ করবে ভারতের যান।