চলতি মাসেই এয়ারটেল ৫জি রোলআউট শুরু করবে। এই বছরেই দেশজুড়ে 5G নেটওয়ার্ক চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এদিকে গত এক-দেড় বছরে বাজারে যে ফোনগুলি এসেছে, তার বেশিরভাগই 5G। কিন্তু সব 5G ফোনে নেটওয়ার্ক না-ও ধরতে পারে। হ্যাঁ, ব্যাপারটা কিছুটা এমনই।আপনার ফোনে ৫জি চলবে কিনা কীভাবে জানবেন?প্রথমেই জেনে রাখা ভাল, ৪জি ফোনে কোনওভাবেই ৫জি চলবে না। ফলে তাঁদের ৫জি স্পিড পেতে হলে নতুন ফোন নিতে হবে। আর সেক্ষেত্রেই রয়েছে বিভ্রান্তি।আপনার স্মার্টফোনটি ৫জি নেটওয়ার্ক সার্ভিসের জন্য উপযুক্ত কিনা, তা কীভাবে জানবেন? খুব সহজেই তা জানা সম্ভব। আসুন, জেনে নেওয়া যাক, কীভাবে সেটা বুঝবেন।'5G Ready' স্মার্টফোন মানেই তাতে 5G-র সমস্ত ব্যান্ড চলবে?সহজে বললে, এর উত্তর- 'না'। ফোন নির্মাতারা সাধারণত ফ্রিকোয়েন্সিগুলি তালিকাভুক্ত করে দেয়। সেটা যাচাই করে নিতে হবে আপনাকে।Jio, Airtel এবং Vi-র দ্বারা ব্যবহৃত ফ্রিকোয়েন্সিগুলির ক্ষেত্রে এর অর্থ হল — 600 MHz (N71; এখন কোন বিডার নেই), 700 MHz (N28), 800 MHz (N20), 900 MHz (N8), 1800 MHz (N3), 2100 MHz (N1), 2300 MHz (N30/N40), 2500 MHz (N41), 3300 MHz (N78) এবং 26GHz (N258; mmWave)।ফলে, সেটি ও আপনার স্মার্টফোনের কম্প্যাটিবিলিটি যাচাই করে নিতে হবে আপনাকে। উদাহরণস্বরূপ,Xiaomi-র Redmi Note 11 Pro+ 5G ফোনটি N1/3/5/8/28/40/78 ব্যান্ড সাপোর্ট করে। N1, N3, N8, N28 এবং N78 ব্যান্ডে নির্বিঘ্নে কানেকশান পাবেন।Samsung Galaxy A73 5G ফোনে N1, N3 এবং N28 ব্যান্ডগুলি সাপোর্ট করবে।Apple iPhone 13 সিরিজে N71, N28, N20, N8, N3, N1, N30, N41, N78 এবং N256 ব্র্যান্ড সাপোর্ট করে।Samsung এর ফ্ল্যাগশিপ, Galaxy S22 Ultra, N1, N3, N8, N20 এবং N28 ব্যান্ডে কাজ করবে।OnePlus ফোনে সবচেয়ে বিস্তৃত 5G সাপোর্ট রয়েছে।OnePlus Nord 2T 5G-তে N1, N3, N5, N28, N40, N41 এবং N78 সাপোর্ট করবে। প্রশ্ন: আমার ৫জি ফোন, পুরনো সিমটা ভরলেই নেটওয়ার্ক ধরবে?সিম কার্ড পরিবর্তন করতে হবে কি না, তা এখনও বোঝা যাচ্ছে না। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু ক্ষেত্রে তার প্রয়োজন হতে পারে। কিন্তু এটাও বলা হচ্ছে যে, যদি আপনার সিমটি অপেক্ষাকৃত নতুন হয়, সেক্ষেত্রে মোবাইল পরিষেবা প্রদানকারীরা সেটাতেই 5G অ্যাকটিভেট করতে সক্ষম হবেন।