লক্ষ্য ইলেকট্রনিক্স এবং আইটি সেক্টরকে আরও মজবুত করা। সেজন্য এবার🦹 দেশে🌸র নিজস্ব অপারেটিং সিস্টেম ডেভেলপ করার কথা ভাবছে কেন্দ্র সরকার। বুধবার সংসদে এ বিষয়ে জানানো হয়েছে।
ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন, ভারতীয় মোবাইল অপারেটিং সিস্টেম তৈরির পরিকল্পনা হচ্ছে। তবে এই খাতে এখনও সরকার কোনও অর্থ বরাদ্দ করেনি♋।
বর্তমানে ব𝓰াজারে মোবাইল ডিভাইসে ওএস বলতে গুগলের অ্যান্ড্রয🥀়েড বা অ্যাপলের আইওএস। অন্যদিকে পার্সোনাল কম্পিউটার সেগমেন্টে মাইক্রোসফট উইন্ডোজই ব্যবহার করেন সিংহভাগ ব্যক্তি।
'সরকার ইলেকট্রনিক্স এবং তথ্যপ্ꩵরযুক্তি ক্ষেত্রে এক আধুনিক নকশা এবং উদ্ভাবনী ইকোসিস্টেম তৈরির কথা ভাবছে। সরকারের এই প্রচে🥃ষ্টার অংশ হিসেবে অপারেটিং সিস্টেম ডেভলপ করার কথা বিবেচনা করছে,' চন্দ্রশেখর বলেন।
কংগ্রেস সাংসদ পি চিদম্বরমের প্রশ্ন করেন যে, এই OS শুধুমাত্র ভারতেই পা🙈ওয়া যাবে কিনা। তার উত্তরে চন্দ্রশেখর বলেন, সরকারের এমন কোনও নীতি নেই। ভারতের বাইরে ভারতীয় সফটওয়ার পণ্য রফতানি ও ব্যবহার সীমাবদ্ধ করার মতো কোনও নীতি নেই।
গত জানুয়ারিতেও এ ♓বিষয়ে জানিয়েছিলেন চন্দ্রশেখর। তিনি বলেছিলেন, সরকার এ বিষয়ে একটি নীতি নিয়ে আসার পরিকল্পনা ক🍃রছে।