ব্যবহারকারীদের প্রাইভেসি এবং নিরাপত্তা বাড়াতে আসন্ন iOS 17 আপডেটে বেশ কিছু উল্লেখযোগ্য নতুন ফিচার আনা হচ্ছে। তার মধ্যে অন্যতম হল, নগ্ন ফটো ওপেন হওয়ার আগেই তা হাইড করে দেওয়া। অনেক সময়েই সোশ্যাল মিডিয়ায় অনেককে মেসেজে এই জাতীয় অযাচিত 'ন্যুডস' পেয়ে অস্বস্তি ও হেনস্থার শিকার হতে হয়। নয়া আপডেটের লক্ষ্যই হল সেই সমস্যার মোকাবিলা করা। অ্যাপেল মেসেজিং অ্যাপের মাধ্যমে প্রেরিত ন্যুড ছবি খোলার আগেই ব্যবহারকারীদের সেই বিষয়ে সতর্ক করার জন্য একটি উন্নত অ্যালগরিদম এবং নোটিফিকেশন সিস্টেম তৈরি করেছে। আরও পড়ুন: নতুন ভিশন প্রো ম🅠িক্সড রিয়েলিটি হেডসেট আনল Apple! দ🍃াম কত?
iOS 17 আপডেটে ইনকামিং ইমেজের ক্ষেত্রে তা স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান হয়ে যাবে। যখনই এই ধরনের কনটেন্ট সনাক্ত হবে, তখনই ব্যবহারকারীরা একটি অ্যাল্যার্ট পাবেন। এতে তাঁরা ছবিটি খোলার আগেই একটি সতꦺর্ক বার্তা দেখানো হবে। এই প্রম্পটের মাধ্যমে ব্যবহারকারীরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাবেন। নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন। তাঁরা ফটোটি না দেখেই এড়িয়ে যেতে বা ডিলিট করতে চান কিনা, সেই ক্ষমতা থাকবে প্রাপকের হাতে।
এই ওয়ার্নিং সিস্টেমের প্রদানের মাধ্যমে, অ্যাপলের লক্ষ্য হল ব্যবহারকারীদেরকে অপ্রত্যাশিত এবং আপত্তিকর ভিজ্যুয়াল থেকে রক্ষা করা। একটি নিরাপদ এবং আরও সুরক্ষিত ডিজিটাল অভিজ্ঞতা সুনিশ্চিত করাই তাদের লক্ষ্য বলে জানিয়েছে অ্যাপেল। এই নয়া সিস্টেমে অযাচিত ছবি থে🃏কে সম্ভাব্য মানসিক যন্ত্রণা,🎶 হেনস্থা রোধ করা যাবে।
এই ফিচারের মাধ্যমে অনলাইন হেনস্থা রুখে দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এর আগে মেটা অধীনস্থ সোশ্যাল মিডিয়া অ্যাপ ইনস্টাগ্রামও এই বিষয়ে কাজ শুরু করে। সেখানে DM বা ডাইরেক্ট মেসেজে নগ্ন ছবি ব্লার 💞করে দেওয়ার বিষয়ে কাজ করছেন ডেভেলপাররা। এতে প্রাপক নিজে ছবি আনব্লার না করলে, তা স্পষ্ট হবে না। এক্ষেত্রে লক্ষ্যণীয়, দুই পক্ষেরই প্রাইভেসি লঙ্ঘন না করেই পুরো বিষয়টি পরিচালিত হচ্ছে।
এই ফিচার কার্যকর করতে, iOS 17 উন্নত মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করছে। এটি নির্ভুলভাবে নগ্ন ছবি সনাক্ত করতে পারে। এই প্রযুক্তিটি অ্যাপের ব্যাকগ্রাউন্ডেই কাজ করে। অর্থাত্, আগে থেকে কেউ আলাদা করে এই ফিচারের বিষয়ে জানতেও পারবেন না। আরও পড়ুন: Apple MacBook Air Price in I🌌ndia: বিশ্বের 'সবচেয়ে পাতলা' ল্যাপটপ আনল অ্যাপল, ভারতে ম্যাকবুক এয়ারের দাম কত পড়বে?
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক